Saturday 22 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার ১৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৫ ২০:০৯

খুলনা: খুলনায় অপারেশন ডেভিল হান্টে ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। এর আগে খুলনা মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, নগরীর ক্লে রোডের মো. হাছিবুর রহমান হাছিব, ইকবাল নগরের মো. সাজ্জাদ হোসেন, দক্ষিণ টুটপাড়ার আতিক হাসান ওরফে বান্না (২৫), নগরীর বাগমারা এলাকার সরাফত শিকদার (৫০), মুসলমানপাড়া মেইন রোডের মো. জাকির হোসেন হাওলাদার (৫৮), বাগমারা এলাকার মো. মোজাফফর মোল্লা (৫০), খালিশপুর খান এ সবুর রোডের হাফিজুর রহমান (৪৫), দেয়াড়া পূর্ব পাড়ার নাজিম আহম্মেদ (৪৮), বয়রা ইসলামীয়া কলেজ রোডের শেখ শাহিন শেখ (৪৩), খাঁ বাড়ি সরদার পাড়ার মো. সাঈদ ইসলাম (২৫), করিমনগরের নাজমুল মোল্যা (২৮), দৌলতপুর মানিকতলার মো. বাবু (৩০), দেয়ানা দক্ষিণপাড়ার শেখ ওহিদুজ্জামান (৭৫), পশ্চিম সেনপাড়ার নূর আলম (৪০), ঝিনাইদহ কালিগঞ্জ মিঠাপুকুর এলাকার মো. মোশারেফ হোসেন (৬২) ও আড়ংঘাটার গাইকুড় খালপাড়ের শেখ বিদ্যুৎ (৪০)।

খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড সিপি) আহসান হাবিব গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

সারাবাংলা/এমপি

অপারেশন ডেভিল হান্ট গ্রেফতার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর