Saturday 22 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুনাফার ধারা অব্যাহত, ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা রবির

সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৩০ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৫৪

ঢাকা: কঠিন সময়েও মুনাফার ধারা অব্যাহত রেখেছে মোবাইল অপারেটর রবি আজিয়াটা লিমিটেড। পূঁজিবাজারে তালিকাভূক্ত এই প্রতিষ্ঠানটি তার শেয়ারহোল্ডারদের জন্য ২০২৪ সালের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করছে। ৯ হাজার ৯৫০ কোটি টাকারও বেশি রাজস্ব নিয়ে বছর শেষ করেছে রবি। ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে মুনাফা বেড়েছে ১ শতাংশের কিছু বেশি।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রবির বোর্ড সভায় ডেভিডেন্ট ঘোষণার সিদ্ধান্ত আসে। আর এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় রবি।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘২০২৪ সালের শেষ নাগাদ রবির সক্রিয় গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ৫ কোটি ৬৭ লাখে। একই সময়ে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ২১ লাখ কমে হয়েছে ৪ কোটি ২৬ লাখ। তবে ফোরজি ব্যবহারকারী সংখ্যা গত বছরের তুলনায় ৫ লাখের বেশি বেড়েছে।’

এতে আরও বলা হয়, ‘২০২৪ সালের শেষে রবির সক্রিয় গ্রাহকদের মধ্যে ৬৩ দশমিক ৯ শতাংশ ছিল ফোরজি ব্যবহারকারী। সারা দেশে ১৮ হাজারের বেশি ফোরজি টাওয়ার স্থাপন করে রবি ৯৮ দশমিক ৯৬ শতাংশ জনসংখ্যার জন্য ফোরজি কাভারেজ নিশ্চিত করেছে।’

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘২০২৪ সালের চতুর্থ প্রান্তিকে কর পরবর্তী মুনাফার (পিএটি) পরিমাণ ২৯৯ দশমিক ৯ কোটি টাকা, ফলে বছরের মোট পিএটি’র পরিমাণ দাঁড়িয়েছে ৭০৩ কোটি টাকায়। ২০২৪ সালে শেয়ার প্রতি আয় (ইপিএস) ১ দশমিক ৩৪ টাকা হয়েছে, যা আগের বছরের তুলনায় ১১৯ শতাংশ বেশি।’

শেষ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৪) ইপিএস আগের বছরের একই প্রান্তিকের তুলনায় ৫৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং বার্ষিক ভিত্তিতে (২০২৩ সালের তুলনায়) বৃদ্ধি পেয়েছে ১০২ শতাংশ।’

বিজ্ঞপ্তিতে রবি জানায়, ‘রবির পরিচালনা পর্ষদ প্রতি শেয়ার ১ দশমিক ৫০ টাকা হারে ১৫ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে, যা ২০২৪ সালের কর পরবর্তী মুনাফার ১১১ দশমিক ৮ শতাংশ। এই সিদ্ধান্ত ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বোর্ড সভায় গৃহীত হয়। রবির ২৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২১ এপ্রিল অনুষ্ঠিত হবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/ইএইচটি/এমপি

ডিভিডেন্ট মুনাফা রবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর