Saturday 22 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযান, চোরাচালানী পণ্যসহ আটক ২

লোকাল করেসপন্ডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৪৯

জব্দ মালামাল। ছবি: সারাবাংলা

বেনাপোল: বেনাপোল সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে ভারতীয় ফেন্সিডিল, শাড়ী, থ্রি পিচ, কম্বল, তৈরি পোশাক, চকলেট, বিভিন্ন প্রকার ওষুধ ও কসমেটিক্স সামগ্রীসহ দুই চোরাকারবারীকে আটক করে বিজিবি।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) এরই ধারাবাহিকতায় আমড়াখালী চেকপোস্ট ও বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। জব্দ মালামালের মূল্য সর্বমোট ৩ লাখ ৭ হাজার টাকা।

বিজ্ঞাপন

আটকসহ জব্দ হওয়া মালামাল।

আটকেরা হলেন, যশোরের চৌগাছা থানার কুলিয়া গ্রামের নুর ইসলামের ছেলে মোবারক হোসেন (৪৫) ও শার্শা থানার ভবানীপুর গ্রামের তাইজুল ইসলামের ছেলে শাহিদ হাসান (২৫)।

যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়ন’র অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, বিজিবি’র আভিযানিক কর্মকাণ্ডের অংশ হিসেবে দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবির গোয়েন্দা ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।

আটক ব্যক্তিসহ জব্দ মালামাল।

বিজিবি অধিনায়ক আরও জানান, চোরাকারবারী কর্তৃক মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচারের সময় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। ভবিষ্যতে বিজিবি’র এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

সারাবাংলা/এমপি

চোরাকারবারি আটক বেনাপোল সীমান্ত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর