Monday 14 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪ জেলার এসপিকে স্ট্যান্ড রিলিজ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৫৯ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৩৬

বাংলাদেশ পুলিশ

ঢাকা: চার জেলার পুলিশ সুপারকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ সদর দফতরে এসে স্বশরীরে রিপোর্ট করতে বলা হয়েছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আপাতত তাদের প্রত্যাহার করা হয়েছে। পরবর্তীতে তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) পুলিশ সদরদফতরের ডিআইজি (প্রশাসন) কাজী মো. ফজলুল করিমের সই করা পৃথক চারটি আদেশে এ তথ্য জানা গেছে।

জেলাগুলো হলো— কক্সবাজার, যশোর, নীলফামারী ও সুনামগঞ্জ।

বিজ্ঞপ্তিতে এ চার জেলার এসপিকে তাদের পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্বভার অর্পণ করে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকার পুলিশ হেডকোয়ার্টার্সে রিপোর্ট করার কথা বলা হয়েছে।

কক্সবাজারে মুহাম্মদ রহমত উল্লাহ, যশোরে মো. জিয়াউদ্দিন আহম্মেদ, নীলফামারীতে মোহাম্মদ মোর্শেদ আলম, সুনামগঞ্জে আ ফ ম আনোয়ার হোসেন খান পুলিশ সুপার হিসেবে দায়িত্বে রয়েছেন।

সারাবাংলা/ইউজে/এইচআই

এসপিকে স্ট্যান্ড রিলিজ পুলিশ সদর দফতর পুলিশ সুপার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর