Friday 21 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাবনায় স্মরণকালের সর্বোচ্চ জনসমাগম করতে চায় বিএনপি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:১৭ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:১৮

জনসভার প্রস্তুতি নিয়ে বিএনপির সংবাদ সম্মেলন

পাবনা: নিত্যপণ্যের দাম, আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং ফ্যাসিবাদীদের নানা ষড়যন্ত্র মোকাবিলাসহ বিভিন্ন দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল পাবনায় জনসভা করবে বিএনপি। এই জনসভায় পাবনায় স্মরণকালের সর্বোচ্চ জনসমাগম করতে চায় দলটি।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে পাবনা পিসিসিএস রেস্টুরেন্টে জনসভার প্রস্তুতি নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা বিএনপির নেতারা। সংবাদ সম্মেলনে জনসভার প্রস্তুতি তুলে ধরেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব এবং চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস।

বিজ্ঞাপন

তারা বলেন, আটরশির দরবার শরীফের মাহফিল ঘিরে পাবনায় গণপরিবহণের সংকট রয়েছে। তারপরও জেলা বিএনপি সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। আশাকরি হাজার হাজার জনতা এই সমাবেশে অংশগ্রহণ করবে। এটি পাবনায় এযাবতকালের সর্বোচ্চ লোকসমাগম ঘটবে। আমরা ইতিহাস সৃষ্টি করতে চাই।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সিনিয়ির যুগ্ম-আহ্বায়ক আব্দুস সামাদ, যুগ্ম-আহ্বায়ক আবু ওবায়েদ শেখ তুহিন, নুর মোহাম্মদ মাসুম বগা, সাবেক সদস্য সচিব সিদ্দিকুর রহমান, জেলা মহিলা দলের সভাপতি পুর্ণিমা ইসলাম, জেলা যুবদলের সভাপতি হিমেল রানা, ড্যাব পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. আহমেদ মোস্তফা নোমন, জেলা জাসাসের আহ্বায়ক খালেদ হোসেন পরাগ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে জনসভা করবে বিএনপি। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল মাহমুদ হাসান টুকু। অনুষ্ঠানে জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী ও ইথুন বাবু সঙ্গীত পরিবেশন করবেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এইচআই

পাবনা বিএনপি

বিজ্ঞাপন

একুশের চেতনায় প্রাণোচ্ছল বইমেলা
২১ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:২৮

আরো

সম্পর্কিত খবর