Friday 21 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের অধিকার প্রতিষ্ঠায় লড়াই চলছে: মঈন খান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৪৭

টাঙ্গাইল জেলা বিএনপি আয়োজিত সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান

টাঙ্গাইল: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেছেন, গত ৫ আগস্ট দ্বিতীয় স্বাধীনতার পর আবার কেন গণতন্ত্রমনা মানুষের সমাবেশ করতে হচ্ছে। এখনো গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের অধিকার প্রতিষ্ঠায় লড়াই চলছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে টাঙ্গাইল শহিদ স্মৃতি পৌর উদ্যানে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. মঈন খান সমাবেশে বলেন, ‘দেশের মানুষ গত প্রায় দেড় যুগ ধরে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের অধিকার প্রতিষ্ঠায় লড়াই করছে। এর জন্য বিএনপির হাজার হাজার নেতাকর্মী জেল-জুলমসহ নির্যাতনের শিকার হয়েছে। বিএনপির ১৭ বছরের ধারাবাহিক আন্দোলনের সঙ্গে ছাত্রদের আন্দোলন স্ফুলিঙ্গ হলে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হয়।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগের পতনের পর এখনো কেন প্রশাসনসহ সকল স্তরে ফ্যাসিস্টদের দোসরা বহাল তবিয়তে রয়েছে? তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

ড. মঈন খান বলেন ‘বাংলাদেশের মানুষ ভোট দেওয়ার জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। মানুষ না খেয়ে থাকতে রাজি আছে কিন্তু ভোট না দিয়ে থাকতে পারে না।’

তিনি আরও বলেন, দ্রব্যমূল্যের দাম এখনো সাধারণ মানুষের নাগালের বাইরে। আসন্ন রমজানে যেন কোনোভাবেই মূল্য বৃদ্ধি না পায় তার জন্য অন্তর্বর্তী সরকারকে সতর্ক ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান ড. মঈন খান।

নিত্যপণ্যের দাম, আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং ফ্যাসিবাদীদের নানা ষড়যন্ত্র মোকাবিলাসহ বিভিন্ন জনদাবিতে টাঙ্গাইলে এ সমাবেশ করে বিএনপি।

টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির শিশুবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, ঢাকা বিভাগীয় সাংগঠনিক কাজী সাইয়েদুল আলম বাবুল, সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু, বিএনপির সহ-সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক সাঈদ সোহরাব, বিএনপির নির্বাহী কমিটির সদস্য এসএম ওবায়দুল হক নাসির।

বিজ্ঞাপন

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল।

সারাবাংলা/এইচআই

টাঙ্গাইল বিএনপি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান

বিজ্ঞাপন

একুশের চেতনায় প্রাণোচ্ছল বইমেলা
২১ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:২৮

আরো

সম্পর্কিত খবর