Tuesday 15 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উত্তরায় প্রকাশ্যে দম্পতিকে রামদা দিয়ে কোপ, গ্রেফতার ২

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ ফেব্রুয়ারি ২০২৫ ০২:৩৫ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৪৬

মো. মোবারক হোসেন ও রবি রায়। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর উত্তরায় প্রকাশ্যে দুই মোটরসাইকেল আরোহীকে রামদা দিয়ে কুপিয়েছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। ভুক্তভোগী দু’জন স্বামী-স্ত্রী। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উত্তরা ৭ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডে এ ঘটনা ঘটে। এই ঘটনার কয়েক সেকেন্ডের একটি ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বিজ্ঞাপন

জনসম্মুখে দম্পতিকে কোপানোর ভিডিওতে দেখা যায়, ক্ষিপ্ত হয়ে দুই যুবক ওই দম্পতিকে রামদা দিয়ে আঘাত করছে। এ সময় জীবন বাঁচাতে ওই নারীকে হাত জোড় করে সন্ত্রাসীদের কাছে মাফ চাইতে দেখা গেছে। ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছেন উত্তরার বাসিন্দারা।

ভিডিওতে দেখা যায়, সাদা ও জলপাই রংয়ের শার্ট পরা দুই যুবক একজন ভুক্তভোগী পুরুষ ও তার সঙ্গে থাকা এক নারী পথচারীকে রামদা দিয়ে কোপাচ্ছে।

স্থানীয়রা জানান, কিশোর গ্যাং গ্রুপটির সদস্যরা উত্তরা সেক্টরের ভেতরে উচ্চ শব্দে মোটরসাইকেলের হর্ন বাজিয়ে দ্রুত গতিতে চালাচ্ছিল। এ সময় তাদের মোটরসাইকেল একটি শিশুকে চাপা দেওয়ার চেষ্টা করে। পাশ দিয়ে যাওয়া আরেকটি মোটরসাইকেলে ভুক্তভোগী দম্পতি এ ঘটনার প্রতিবাদ করলে কিশোর গ্যাংয়ের সদস্যরা তাদের লোকজন ডেকে রামদা দিয়ে ওই দম্পতিকে কোপাতে থাকে। এক পর্যায়ে কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় জনতা।

এ ঘটনায় উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান জানান, মোটরসাইকেলে উচ্চ শব্দ করে দ্রুত গতিতে যাওয়ার সময় কিশোর গ্যাংয়ের সদস্যরা একটি শিশুকে চাপা দেওয়ার চেষ্টা করে। পাশ দিয়ে আরেকটি মোটরসাইকেলে যাওয়া দম্পতি এর প্রতিবাদ করে। এর পর কিশোর গ্যাংয়ের সদস্যরা তাদের লোকবল ডেকে দম্পতির ওপর রামদা দিয়ে হামলা করে।

বিজ্ঞাপন

ওসি বলেন, ‘এ ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- মো. মোবারক হোসেন (২৫) ও রবি রায় (২২)। গ্রেফতার মোবারকের বাড়ি শেরপুরের শ্রীবরদী থানায়। তিনি টঙ্গী পূর্ব থানা এলাকায় ভাড়া থাকেন। আর রবি রায়ের বাড়ি টঙ্গী পশ্চিম থানার হাজীর মাজার এলাকায়।’

এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি হাফিজুর রহমান।

সারাবাংলা/ইউজে/পিটিএম

কিশোর গ্যাং কোপ গ্রেফতার দম্পতি পুলিশ রামদা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর