Saturday 22 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় সাবেক এমপি বাবুসহ ৮০ জনের বিরুদ্ধে মামলা

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৮ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:৪৫ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:১৭

খুলনায় মামলার আসামিদের একাংশ

খুলনা: ২০২১ সালে খুলনা মহানগর ও জেলা বিএনপির নেতৃবৃন্দের ত্রাণ বিতরণে বাঁধা দিয়ে মারপিটের ঘটনায় খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সাবেক সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবুসহ ৮০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) কয়রা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করা হয়।

মামলার বাদী খুলনা নগরীর লবনচরা এলাকার বাসিন্দা এবং খুলনা মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জিএম রাজিবুল আলম বাপ্পী।

মামলার অপর আসামিরা হলেন- সাবেক উপজেলা চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম, সাবেক উপজেলা নির্বাহী অফিসার মো. মমিনুর রহমান, থানার তৎকা‌লীন অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল ইসলাম, কয়রা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার পাড়, সাধারণ সম্পাদক নীশিত রঞ্জন মিস্ত্রী, সাবেক সাধারণ সম্পাদক বিজয় কুমার সরদার, থানার তৎকালীন এএসআই সাচ্চু শেখ ও মিহির মজুমদার, কয়রা সদর ইউনিয়নের চেয়ারম্যান এসএম বাহারুল ইসলাম, বাগালী ইউনিয়নের চেয়ারম্যান আ. সামাদ গাজী, এড. আব্দুর রাজ্জাক, এড. আরাফাত হোসেন, আমিনুল হক বাদল, মণি শংকর রায়, সুমাইয়া নীলা, কাজল প্রমুখ। মামলায় ৮০ জন নাম ব্যক্তিসহ ১৫ থেকে ২০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ১২ জুন খুলনা-২ আস‌নের সা‌বেক সংসদ সদস্য ও বাংলা‌দেশ জাতীয়তাবাদী দল- বিএন‌পির কে‌ন্দ্রিয় ক‌মি‌টির সাবেক সাংগঠ‌নিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জুর নেতৃ‌ত্বে খুলনা মহানগর ও জেলা বিএনপির নেতা-কর্মীরা কয়রায় প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ ও ক্ষতিগ্রস্ত ভেড়িবাঁধ পরিদর্শনে আসেন। কয়রায় ত্রাণ বিতরণ শেষে পাইকগাছা উপ‌জেলাতে বিতরণের উদ্দ্যেশ্যে রওনা দিলে চাঁদআলী ব্রীজ এলাকায় তাদের বহনকারী গাড়ির পথরোধ করে আসামিরা। আসামিরা বন্দুক, শর্টগান, দেশীয় অস্ত্রসহ লাঠিসোঠা দিয়ে তা‌দের‌কে মারপিট করে রক্তাক্ত জখম করে।

বিজ্ঞাপন

ওই সময় পুলিশ-প্রশাসনের কাছে সহায়তা চাইলে তারা উল্টে তাদেরকে আঘাত করে ও হুমকি দেয়। তা‌দের ৫টি প্রাইভেটকার ও ১৭টি মটরসাইকেল ভাঙচুর করে প্রায় ৪০ লাখ টাকার ক্ষতিসাধন করে। এছাড়া তাদের কাছে থাকা ৯ লাখ টাকার খাদ্য সামগ্রীসহ ত্রাণের নগদ ১৭ লাখ টাকা লুট করে নেয়।

সারাবাংলা/এসডব্লিউ

খুলনা মামলা সাবেক এমপির নামে মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর