Saturday 22 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে অপহৃত শিক্ষার্থী উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৮ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:১৬ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:২০

অপহরণকারী আবুল হোসেন হৃদয়কে (২৫) গ্রেফতার করেছে র‍্যাব -১১

নোয়াখালী: নোয়াখালীর সদর উপজেলায় অপহৃত স্কুল ছাত্রীকে (১৫) উদ্ধার করেছে র‍্যাব-১১। এ সময় অপহরণকারী আবুল হোসেন হৃদয়কে (২৫) গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে আসামিকে বিচারিক আদালতে হাজির করা হবে।

এর আগে, গতকাল সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার নোয়াখালী মতিপুর গ্রাম থেকে অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আবুল হোসেন হৃদয় সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের মতিপুর গ্রামের আবুল কালামের ছেলে।

র‍্যাব-১ সূত্রে জানা যায়, ভুক্তভোগী স্কুল শিক্ষার্থী স্থানীয় বিদ্যালয়ের দশম শ্রেণির একজন শিক্ষার্থী। আসামি আবুল হোসেন হৃদয় স্থানীয় কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য। হৃদয় ওই ছাত্রীকে স্কুলে যাওয়া আসার পথে পথরোধ করে প্রেম নিবেদন করে এবং বিভিন্ন সময়ে উত্ত্যক্ত করে আসছিল। গত ৭ ফেব্রুয়ারি বিকেলে ভুক্তভোগী তার মাসহ কোচিংয়ে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে আসা মাত্র হৃদয় ও অপর আসামিরা আগে থেকে ওঁৎপেতে থাকা একটি কালো রঙের হায়েস মাইক্রোবাস থেকে নেমে ভুক্তভোগীর মাকে ধাক্কা মেরে রাস্তার পাশে ফেলে দেয়। পরে তারা ভুক্তভোগীকে অপহরণ করে মাইক্রোবাস যোগে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে ভিকটিমের বাবা নিজে বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন এবং আদালতের আদেশে ১৬ ফেব্রুয়ারি সুধারাম মডেল থানায় মামলাটি দায়ের হয়।

র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর অভিযানিক দল গোয়েন্দা নজরদারির মাধ্যমে ১৭ ফেব্রুয়ারি বিকেলে মতিপুর গ্রামে অভিযান পরিচালনা করে আসামি ও অপহরণের শিকার শিক্ষার্থীকে উদ্ধার করতে সক্ষম হয়।

বিজ্ঞাপন

র‍্যাব-১১, সিপিসি-৩ কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু বলেন, ‘মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে তথ্য প্রযুক্তির সহযোগিতায় অপহৃতকে উদ্ধার এবং অপহরণকারীকে গ্রেফতার করা হয়। এরপর তাদের সুধারাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। আজ আসামিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।’

সারাবাংলা/এসডব্লিউ

নোয়াখালী স্কুল শিক্ষার্থী অপহরণ

বিজ্ঞাপন

বসন্তের সন্ধ্যা ভিজল বৃষ্টিতে
২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৫০

আরো

সম্পর্কিত খবর