ঢাকাসহ ৫ বিভাগে বজ্র বৃষ্টির পূর্বাভাস
১৮ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:২৪ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৫৭
ঢাকা: সকাল থেকেই ঢাকার আকাশ মেঘলা। ৯টা পর্যন্ত কোথাও রোদের দেখা নেই। সেই সঙ্গে উত্তরের ঠান্ডা বাতাস। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, এমন আবহাওয়া আরও চার বিভাগে বইছে। থাকতে পারে আরও দুই দিন। তবে এ সময় তাপমাত্রা বাড়বে। শীতের প্রবণতা কমতে পারে।
এদিকে, মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এই পরিস্থিতি থাকবে বুধবারও।
১৯ ফেব্রুয়ারি আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি। ব্যসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ দিন সারাদেশে শেষ রাত থেকে ভোর পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। আর সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা জানিয়েছেন, সপ্তাহজুড়েই আবহাওয়া এমন থাকতে পারে। রাতে কিছুটা পরিবর্তন থাকলেও দিনের আবহাওয়ার অবস্থায় উল্লেখযোগ্য কোন পরিবর্তনের সম্ভাবনা নেই।
এদিকে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিম বঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
সারাবাংলা/জেআর/এসডব্লিউ