Saturday 22 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শহিদ জোহার সমাধিতে বিএনপির শ্রদ্ধা নিবেদন

রাবি করেসপনডেন্ট
১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৪৯

শহিদ জোহার সমাধি ও স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শহিদ ড. সৈয়দ মোহাম্মদ শামসুজ্জোহার শাহাদাৎবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৮টায় শহিদ জোহার সমাধি ও স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ ও তার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

কর্মসূচি পালন করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু সাংবাদিকদের বলেন, ‘শহিদ শামসুজ্জোহা আজকের এই দিনে রক্তাক্ত বুলেট নিজের বুকে সাদরে গ্রহণ করেছিলেন। এটা আমাদের রাজশাহীর জন্য গর্বের বিষয়। তিনি আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন তারই ধারাবাহিকতায় গত আগস্টে ছাত্রদের আন্দোলনের মুখে এই দেশে ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটেছে।’

ছাত্রদের নতুন দলের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ছাত্রদের নতুন দল সম্পর্কে ছাত্ররাই ভালো জানেন। আমাদের যুদ্ধ শুধু ভারতের বিরুদ্ধে।’

কর্মসূচিতে বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, ‘আমরা ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর স্বাধীন রাষ্ট্র অর্জন করেছি এই রাষ্ট্রের আকাঙ্ক্ষাকে ৬৯ এ নিজের জীবন দিয়ে উজ্জীবিত করেছিলেন শহিদ বুদ্ধিজীবী ড. শামসুজ্জোহা। তার চেতনাকেই ধারণ করেই শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। আজকের এই দিনে আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার পরিবারের জীবিতদের প্রতি জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সম্মান জানাচ্ছি।’

বিজ্ঞাপন

এ সময় কর্মসূচিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, শাখা ছাত্রদল ও মহানগর বিএনপির প্রায় দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসডব্লিউ

ছাত্র আন্দোলনে শহিদ বিএনপি রাজশাহী

বিজ্ঞাপন

ঝড়ো বৃষ্টিতেও থামেনি পাঠক
২২ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:১৬

আরো

সম্পর্কিত খবর