আজ ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৪৫ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:০০
ঢাকা: রাজধানীর কেরানীগঞ্জের আটিবাজারসহ বেশ কয়েকটি এলাকায় ৯ ঘণ্টা গ্যাস থাকবে না। স্বল্প চাপ থাকবে এর আশপাশের এলাকায়। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর থেকে টানা ৯ ঘণ্টা গ্যাস থাকবে না বলে জানিয়েছে তিতাস কর্তৃপক্ষ।
প্রতিষ্ঠানটি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, লাইন মেরামতের কাজের জন্য ঢাকার কয়েকটি এলাকায় কিছু সময় গ্যাস সরবরাহ বন্ধ রাখতে হচ্ছে। লাইনটি আমিন বাজার ডিআরএস থেকে হাজারীবাগ ডিআরএসগামী ১২”x১৫০ পিএসআইজি বিতরণ লাইনের সালেহপুর সংলগ্ন স্থানে লিকেজ মেরামতের কাজের জন্য মঙ্গলবার দুপুর ১টা থেকে রাত ১০টা পর্যন্ত মোট ৯ ঘণ্টা খোলামোড়া, আটিবাজার, কলাতিয়া, হজরতপুর, মাঝেরচর এলাকায় বিদ্যমান সকল শ্রেণীর গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এ ছাড়া আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
সারাবাংলা/জেআর/এসডব্লিউ