Saturday 22 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জের ৯ ইটভাটাকে ৪০ লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১২:০৩

ইটভাটার চিমনি এক্সকাভেটর যন্ত্র (ভেকু মেশিন) দিয়ে ভেঙে গুঁড়িয়ে একটি ইট ভাটা বন্ধ করে দেওয়া হয়েছে

সিরাজগঞ্জ: পরিবেশ দূষণ ও ছাড়পত্র না থাকাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে সিরাজগঞ্জের রায়গঞ্জে ৯টি ইটভাটাকে ৪০ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি ইটভাটার চিমনি এক্সকাভেটর যন্ত্র (ভেকু মেশিন) দিয়ে ভেঙে গুঁড়িয়েও একটি ভাটা বন্ধ করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জ পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক তুহিন আলম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, সোমবার দিনব্যাপী সদর ও রায়গঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয়। এতে অবৈধ ইটভাটার মালিকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বিজ্ঞাপন

সহকারী পরিচালক তুহিন আলম জানান, জেলার ৯টি ইটভাটাকে ৪০ লাখ টাকা জরিমানা, একটির চিমনি সম্পূর্ণ ভেঙে ফেলা ও আরেকটি বন্ধ করা হয়েছে। ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদফতরের সিনিয়র সহকারী সচিব আব্দুল্লাহ আল-মামুন।

পরিবেশ অধিদফতরের কার্যালয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বেশ কিছু ইটভাটার মালিকেরা পরিবেশের ছাড়পত্র না নিয়েই ইট পুড়িয়ে যাচ্ছেন। এমন অভিযোগের পরিপ্রেক্ষিত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জেলা প্রশাসন, পুলিশ, ফায়ার সার্ভিস, র‌্যাব-১২ ও পরিবেশ অধিদফতরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

রায়গঞ্জ উপজেলার এইচ এস ব্রিকসকে পাঁচ লাখ, এইচ আলী ব্রিকসকে পাঁচ লাখ, মেসার্স সুরমা ব্রিকসকে পাঁচ লাখ, এসএনবি ব্রিকসকে চার লাখ, সান ব্রিকসকে পাঁচ লাখ, হিরো ব্রিকসকে পাঁচ লাখ, সুপার ব্রিকসকে দুই লাখ ৫০ হাজার, রেজা ব্রিকস দুই লাখ ৫০ হাজার এবং সদর উপজেলার মেসার্স রাইন ব্রিকসকে ছয় লাখ টাকা জরিমানা ও আংশিক চিমনি ভেঙে ফেলা হয়। এছাড়া জেনিন ব্রিকসের চিমনি ভেকু মেশিন দিয়ে সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়েছে ও আলফা ব্রিকস বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসডব্লিউ

ইট ভাটা জরিমানা সিরাজগঞ্জ

বিজ্ঞাপন

ইয়ংমেন্সের জালে আবাহনীর গোল বন্যা
২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৪৪

আরো

সম্পর্কিত খবর