Saturday 22 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে পদযাত্রা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৩২ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৩৩

রংপুর: তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায় ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তা ব্রিজ থেকে কাউনিয়া অভিমুখ থেকে গণপদযাত্রা শুরু হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় লালমনিরহাটের তিস্তা রেলব্রীজ এলাকায় থেকে পদযাত্রাটি শুরু হয়। এতে নেতৃত্ব দিচ্ছেন তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির প্রধান সমন্বয়কারী ও বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু।

এর আগে, সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল থেকে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায় ও তিস্তা মেগা প্রকল্প অবিলম্বে বাস্তবায়নের দাবিতে তিস্তা নদী তীরবর্তী অঞ্চলের ১১টি পয়েন্টে দুদিনব্যাপী ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ কর্মসূচি পালন করছে ‘তিস্তা নদী রক্ষা আন্দোলন’ নামের একটি সংগঠন।

আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে তিস্তা নদী বেষ্টিত লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, রংপুর ও গাইবান্ধা জেলার ১১টি পয়েন্টে সমাবেশ, পদযাত্রা, সাংস্কৃতিক পরিবেশনা করছে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি। এর মধ্যে রংপুরের কাউনিয়া রেলসেতু ও গঙ্গাচড়া মহিপুর বাজার সংলগ্ন তিস্তা নদীর বুকে রংপুরের কর্মসূচি চলছে।

আজকের পদযাত্রাটি কাউনিয়ার তিস্তা রেলব্রীজ এলাকায় গিয়ে শেষ হবে। তিস্তার ২৪২ কিলোমিটার বিস্তীর্ণ অববাহিকাজুড়ে অনুষ্ঠিত হচ্ছে পদযাত্রা। গণপযাত্রায় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নিয়েছে।

সারাবাংলা/ইআ

‘জাগো বাহে তিস্তা বাঁচাই’

বিজ্ঞাপন

‘সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র চলছে’
২২ ফেব্রুয়ারি ২০২৫ ২২:১৮

আরো

সম্পর্কিত খবর