Saturday 22 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন রাজনৈতিক দল বিএসডিপি’র আত্মপ্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৪২ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৪৮

বাংলাদেশ সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি’ (বিএসডিপি) এর আত্মপ্রকাশ উপলক্ষে মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন – ছবি : সারাবাংলা

ঢাকা: ‘বাংলাদেশ সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি’ (বিএসডিপি) নামে দেশে  নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে নতুন এ দলের ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশ সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান হলেন ড. প্রকৌশলী বিভূতি রায় এবং মহাসচিব হলেন প্রকৌশলী মো. মাহবুবুল আলম।  মোট ১১১ সদস্যের একটি জাতীয় কমিটি গঠনের মাধ্যমে যাত্রা শুরু করেছে দলটি। এ দলের প্রধান লক্ষ্য হচ্ছে- একটি বৈষম্যহীন গণতান্ত্রিক, ন্যায়সঙ্গত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠন করা-  যেখানে প্রতিটি নাগরিক সমান সুযোগ ও মর্যাদা পাবে।

বিএসডিপি’র চেয়ারম্যান ড. প্রকৌশলী বিভূতি রায় বলেন, ‘বাংলাদেশের জনগণের দীর্ঘদিনের আকাঙক্ষা-একটি কল্যাণকর রাষ্ট্র, যেখানে গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার, অর্থনৈতিক সমতা ও মানবাধিকার বাস্তবায়িত হবে। আমরা এই আকাঙক্ষাকে বাস্তবায়ন করতেই রাজনীতির নতুন ধারা শুরু করছি। আমরা এমন একটি বাংলাদেশ কল্পনা করি- যেখানে প্রতিটি ব্যক্তির উন্নতি, অংশগ্রহণ এবং জাতির অগ্রগতিতে অবদান রাখার সুযোগ থাকবে। আমাদের লক্ষ্য ঐক্য, অন্তর্ভুক্তি এবং অগ্রগতিকে উৎসাহিত করা, আমাদের প্রিয় দেশের উজ্জ্বল ভবিষ্যত নিশ্চিত করা এবং একটি উন্নত জাতি হিসেবে বিশ্ব মঞ্চে আমাদের উপস্থিতি প্রতিষ্ঠা করা।’

তিনি বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, জনগণের ক্ষমতায়ন ও একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠনের মাধ্যমে বাংলাদেশকে আরও উন্নত ও মানবিক রাষ্ট্রে রূপান্তর করা সম্ভব। এই লক্ষ্য অর্জনে আমরা সকল শ্রেণি-পেশার মানুষকে একত্রিত করে সামাজিক ব্যবস্থা ও রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন আনতে চাই। আমরা দেশবাসীকে আহ্বান জানাচ্ছি- আসুন, একসঙ্গে পথ চলি গণতন্ত্র, সাম্য, ন্যায়বিচারের ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার পথে একসঙ্গে পথ চলি।

বিজ্ঞাপন

দলের মহাসচিব প্রকৌশলী মো. মাহবুবুল আলম বলেন, বিএসডিপি জনগণের ক্ষমতায়ন এবং একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশকে আরও উন্নত ও মানবিক সমাজে রূপান্তরিত করার সম্ভাবনায় বিশ্বাস করে। আমাদের সামাজিক ও রাজনৈতিক ব্যবস্থায় অর্থবহ পরিবর্তনের জন্য আমরা সকল স্তরের নাগরিকদের ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।

সংবাদ সম্মেলনেবিএসডিপির ৫টি মূল উদ্দেশ্য তুলে ধরা হয়। এগুলো হচ্ছে- গণতন্ত্রকে শক্তিশালী করা, সত্যিকারের অংশগ্রহণমূলক এবং গুচ্ছ গণতন্ত্র নিশ্চিত করা, ভোট পুনর্বিবেচনার মাধ্যমে নাগরিকদের ক্ষমতায়ন করা এবং প্রণামনে থার্টিস পূর্ণিনিধিদের অন্তর্ভুক্ত করা; সকলের জন্য বিশেষ করে সক্ষম এবং অদক্ষ যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করা;কোনও বৈষম্য ছাড়াই অ্যাক্সেসযোগ্য এবং ন্যায়সঙ্গত স্বাস্থ্যসেবা প্রদানের উদ্যোগ নেওয়া; বেকার যুবকদের কর্ম সংস্থানে বৃক্তিমূলক প্রশিক্ষণ এবং আন্তর্জাতিক মালের শিক্ষার প্রচার করা এবং শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং ইউনিয়ন করার অধিকারসহ শ্রম অধিকারের পক্ষে ওকালতি করা।

সারাবাংলা/এমএইচ/আরএস

নতুন রাজনৈতিক দল বাংলাদেশ সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি’ (বিএসডিপি)

বিজ্ঞাপন

২২তম দিনে নতুন বই এলো ১৪৪টি
২২ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৪৫

আরো

সম্পর্কিত খবর