আন্দোলনে হামলা, মহানগর শ্রমিক লীগ নেতা সোহান গ্রেফতার
স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:০২ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:০৭
১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:০২ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:০৭
ঢাকা: বৈষম্যবিরোধী আন্দোলনে হামলায় দায়ের হওয়া মামলায় ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হারিসুর রহমান সোহানকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ভোরের দিকে রাজধানীর বেইলি রোড এলাকা হতে তাকে গ্রেফতার করে সিটিটিসির রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের একটি টিম। ডিএমপির মিডিয়া বিভাগের উপ কমিশনার তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
সিটিটিসি সূত্রে জানা যায়, গ্রেফতার হারিসুর রহমান সোহান বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দায়ের হওয়া তিনটি মামলার এজাহারনামীয় আসামি। তাকে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর বেইলি রোড এলাকা হতে গ্রেফতার করা হয়। দুপুরে তাকে খিলগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।
সারাবাংলা/ইউজে/এইচআই