Saturday 22 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তিস্তায় নেমে ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদ জানাল ভুক্তভোগীরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:১৯

নদীতে নেমে প্রতিবাদ জানান তিস্তাপাড়ের বাসিন্দারা

রংপুর: বছরের পর বছর তিস্তা নদীর পানি ভারতের একতরফাভাবে প্রত্যাহারের প্রতিবাদে নদীতে নেমে ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে লালমনিরহাটের তিস্তা রেলসেতুসংলগ্ন নদীতে নেমে কয়েক হাজার মানুষ এ প্রতিবাদ কর্মসূচি পালন করেন। প্রায় এক ঘণ্টা আন্দোলনকারীরা পানিতে অবস্থান করেন।

তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবিতে ‘তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি’ প্ল্যাকার্ড প্রদর্শন কর্মসূচির আয়োজন করে। প্ল্যাকার্ড প্রদর্শন কর্মসূচিতে উপস্থিত ছিলেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল খালেক, জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম প্রমুখ।‌

আসাদুল হাবিব দুলু বলেন, ‘ভারতের একতরফাভাবে প্রত্যাহারের বাংলাদেশের তিস্তা নদী বেষ্টিত লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, রংপুর ও গাইবান্ধা জেলার অন্তত দুই কোটি মানুষ বিপদে পড়েছে। শুষ্ক মৌসুমে এসব এলাকার মানুষ ফসল ফলাতে পারে না। আবার বন্যার সময় হঠাৎ করে পানি ছেড়ে দেওয়ায় ব্যাপক এলাকা ভাঙনের শিকার হয়।’

তিনি বলেন, ‘তিস্তার মাঝখানে দাঁড়িয়ে আছি অথচ পানি নাই। তিস্তা মরুভূমি হয়ে গেছে। গতকাল বিভিন্ন কর্মসূচি ও আজ সকালের পদযাত্রায় আমরা তিস্তার পানির ন্যায্য হিস্যা দাবি করে যাচ্ছি। এখন আমরা তিস্তার পানিতে নেমে বিশ্ববাসীকে দেখাতে চাই, আসলে তিস্তায় কোনো পানি নেই। আন্তর্জাতিক নদী আইন অনুযায়ী পানির ন্যায্য হিস্যা দেওয়া হোক। এই নদীকে রক্ষা না করা পর্যন্ত আমরা আন্দোলন থেকে সরে যাব না।’

বিজ্ঞাপন

এর আগে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায় ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তা ব্রিজ থেকে কাউনিয়া অভিমুখ থেকে গণপদযাত্রা করেন ভুক্তভোগীরা। সেখানে নেতৃত্ব দেন তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির প্রধান সমন্বয়কারী ও বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু। দুপুর ১২টায় লালমনিরহাটের তিস্তা রেলব্রিজ এলাকায় থেকে পদযাত্রাটি শুরু হয়।

গতকাল সকাল থেকে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায় ও তিস্তা মেগা প্রকল্প অবিলম্বে বাস্তবায়নের দাবিতে তিস্তা নদী তীরবর্তী অঞ্চলের ১১টি পয়েন্টে দুদিনব্যাপী ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ কর্মসূচি পালন করছে ‘তিস্তা নদী রক্ষা আন্দোলন’ নামের একটি সংগঠন।

এদিকে আজ বিকেল পাঁচটায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিস্তাপারের ১১টি স্থানে অবস্থান কর্মসূচিতে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেবেন। এসব কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, হাফিজ উদ্দিন আহমদসহ কেন্দ্রীয় নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।

সারাবাংলা/এইচআই

'তিস্তা বাঁচাও নদী বাঁচাও' ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ তিস্তা নদী ভারতের পানি আগ্রাসন

বিজ্ঞাপন

২২তম দিনে নতুন বই এলো ১৪৪টি
২২ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৪৫

আরো

সম্পর্কিত খবর