বাঘাইছড়ির ৩ ইটভাটা ফের বন্ধ, দেড় লাখ টাকা জরিমানা
১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:১৮
রাঙ্গামাটি: রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে ফের চালু করায় তিনটি ইটভাটা বন্ধ করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) উপজেলার এমএমসি, কেবিএম ও ফাইভ স্টার ইটভাটায় অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা করে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরীণ আক্তার বলেন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে পুনরায় ইটভাটা চালু করার অপরাধে ইটভাটা প্রস্তুত ও নিয়ন্ত্রণ আইনে এমএমসি, কেবিএম ও ফাইভ স্টার ইটভাটা মালিকদের ৫০ হাজার টাকা করে মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয় এবং ইটভাটাগুলো বন্ধ করে দেওয়া হয়।
এর আগে, চলতি বছরের ১৬ জানুয়ারি হাইকোর্টের নির্দেশ মোতাবেক ওই তিনটি ইটভাটায় অভিযান চালিয়ে তিনটি ভাটা মালিককে আড়াই লাখ টাকা জরিমানা এবং একই সঙ্গে ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেয় প্রশাসন। ইটভাটা বন্ধ ঘোষণার এক মাসের মধ্যে নিষেধাজ্ঞা অমান্য করে ভাটাগুলো চালু করে মালিকরা।
সারাবাংলা/এসআর
ইটভাটা ফের বন্ধ জরিমানা বাঘাইছড়ি ভ্রাম্যমাণ আদালত রাঙ্গামাটি