Saturday 22 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সীমান্তে বিজিবি বাড়ানোর প্রস্তাব করেছেন জেলা প্রশাসকরা: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৩০ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:০৮

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

ঢাকা: জেলা প্রশাসকরা সীমান্তে বিজিবি বাড়ানোর প্রস্তাব করেছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও সীমান্তে নিরাপত্তা জোরদার করার অংশ হিসেবে এ প্রস্তাব এসেছে বলেও তিনি জানান।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চলমান ডিসি সম্মেলনের তৃতীয় দিনে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয় সংক্রান্ত অধিবেশন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের এ তথ্য জানান।

বিজ্ঞাপন

উপদেষ্টা বলেন, “ডিসিরা বর্ডার এলাকায় বিজিবি বাড়ানোর প্রস্তাব করেছেন। নৌ পুলিশ বাড়ানোর প্রস্তাব করেছেন। শিল্প পুলিশের জনবল বাড়ানোর প্রস্তাব করেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য ডেভিল হান্ট অপারেশন পরিচালনা করা হচ্ছে। যতদিন ডেভিল থাকবে, ততদিন অপারেশন চলবে।”

তিনি বলেন, “আইন শৃঙ্খলা মোটামুটি সন্তোষজনক। এটা আরও উন্নত করার অবকাশ রয়েছে। আস্তে আস্তে এটা উন্নতির দিকে যাচ্ছে।”

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমাদের আলোচনার মূল বিষয় ছিল দেশ থেকে দুর্নীতি দূর করা। দুর্নীতি সমূলে বিনষ্ট করতে না পারলে দেশের অগ্রগতি হবে না। আমাদের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি। এটা সব লেভেল থেকে কমিয়ে আনতে হবে।”

সারাবাংলা/জিএস/এসআর

ডিসি সম্মেলন সীমান্তে বিজিবি বাড়ানোর প্রস্তাব স্বরাষ্ট্র উপদেষ্টা

বিজ্ঞাপন

২২তম দিনে নতুন বই এলো ১৪৪টি
২২ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৪৫

আরো

সম্পর্কিত খবর