তারকা ঠাসা ধারাভাষ্য প্যানেলে বাংলাদেশের আতহার
১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৪৯ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৫৪
চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরের পর্দা উঠতে বাকি নেই আর ২৪ ঘণ্টাও। আগামীকাল (বুধবার) করাচিতে পাকিস্তান-নিউজিল্যান্ড মুখোমুখি হচ্ছে উদ্বোধনী ম্যাচে। সেই ম্যাচ-সহ মোট ১৫ ম্যাচ হবে আসরজুড়ে। পুরো টুর্নামেন্টে ধারাভাষ্যকক্ষেও তারকার মেলা বসাতে যাচ্ছে আইসিসি। আজ (মঙ্গলবার) আনুষ্ঠানিকভাবে চ্যাম্পিয়নস ট্রফির জন্য ১৯ সদস্যের ধারাভাষ্য প্যানেল ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থাটি। যেখানে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে আছেন সাবেক ক্রিকেটার আতহার আলী খান।
খেলোয়াড়ি জীবন শেষেই ধারাভাষ্যকার হিসেবে যাত্রা শুরু আতহারের। দেশে কিংবা বিদেশে বাংলাদেশের দ্বিপাক্ষিক সিরিজ মানেই ধারাভাষ্যকক্ষে নিশ্চিতভাবে তার উপস্থিতি। এর সাথে আইসিসি ইভেন্টগুলোতেও তাকে নিয়মিত শুনতে পান বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও ধারাভাষ্যকার হিসেবে ছিলেন তিনি।
আজ প্রকাশিত ইংরেজি ধারাভাষ্যকারদের তালিকায় সুপরিচিত ধারাভাষ্যকারদের সাথে আছেন সাবেক অনেক ক্রিকেটারও। টুর্নামেন্টজুড়ে যারা আলোচনা, বিভিন্ন গল্প ও বিশ্লেষণের মাধ্যমে মাতিয়ে রাখবেন টিভি সেটের সামনে বসা দর্শকদের। নাসের হুসাইন, ইয়ান স্মিথ, ইয়ান বিশপদের মতো জনপ্রিয় ধারাভাষ্যকারদের সঙ্গী হবেন রবি শাস্ত্রী, অ্যারন ফিঞ্চ, ম্যাথু হেইডেন, ওয়াসিম আকরাম, সুনীল গাভাস্কারের মতো বিশ্বকাপজয়ী তারকারা; যারা দীর্ঘদিন ধরেই মাইক্রোফোন হাতে মুগ্ধ করে যাচ্ছেন দর্শকদের।
আগে থেকেই নিজেদের ধারাভাষ্য দিয়ে পরিচিতি লাভ করা হার্শা ভোগলে, মাইকেল আথারটন, পমি এমবাঙ্গোয়া, কাস নাইডু সাইমন ডুলরাও থাকবেন নিজেদের কন্ঠের জাদু নিয়ে। দীনেশ কার্তিক, ডেইল স্টেইন, আতহার আলী খান, শন পোলকদের মতো সাবেক ক্রিকেটারদেরও শোনা যাবে আসরজুড়ে।
টিভি, রেডিও ও লাইভ টেলিকাস্ট; তিনভাবে উপভোগ করা যাবে চ্যাম্পিয়নস ট্রফির সবগুলো ম্যাচ। ৮০টি দেশের দর্শক আইসিসির টিভিতে সরাসরি দেখতে পারবে টুর্নামেন্টের ১৫টি ম্যাচই। এছাড়াও আইসিসির ওয়েবসাইটে থাকছে লাইভ স্কোরও।
অংশগ্রহণকারী ৮ দেশের বাইরেও বেশ কয়েকটি দেশের সম্প্রচার মাধ্যম চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচ সরাসরি দেখাবে। সবচেয়ে বড় আয়োজন করেছে ভারতের জিও স্টার নেটওয়ার্ক। ১৬টি ফিডে ৯টি ভিন্ন ভাষায় টুর্নামেন্টের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে জিও স্টার। স্বাগতিক পাকিস্তানে খেলা দেখাবে পিটিভি ও টেন স্পোর্টস। মাইকো ও তামাশা অ্যাপেও খেলা উপভোগ করতে পারবেন পাকিস্তানিরা।
বাংলাদেশে চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচগুলো সরাসরি দেখাবে নাগরিক টিভি ও টি-স্পোর্টস। এছাড়াও টফি অ্যাপে ম্যাচগুলো উপভোগ করতে পারবেন দর্শক।
টিভি ও অ্যাপ ছাড়াও উপভোগ করা যাবে চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচ। বাংলাদেশসহ ৬টি দেশের রেডিওতেও শোনা যাবে ম্যাচের ধারাভাষ্য। বাংলাদেশে রেডিও শাহিন ৯২.৪ ও রেডিও ভূমি ৯২.৮ এ শোনা যাবে ম্যাচের বিস্তারিত।
চ্যাম্পিয়নস ট্রফির ধারাভাষ্য প্যানেল (ইংরেজি):
রবি শাস্ত্রী, অ্যারন ফিঞ্চ, ম্যাথু হেইডেন, রমিজ রাজা, মেল জোন্স, ওয়াসিম আকরাম, সুনীল গাভাস্কার, হার্শা ভোগলে, মাইকেল আথারটন, পমি এমবাঙ্গোয়া, কাস নাইডু, সাইমন ডুল, ডেইল স্টেইন, বাজিদ খান, দীনেশ কার্তিক, শন পোলক, আতহার আলী খান ও ইয়ান ওয়ার্ড।
সারাবাংলা/জেটি