Saturday 22 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাজার তদারকিতে কাল থেকে মাঠে নামছে বাণিজ্য মন্ত্রণালয়ের বিশেষ টিম

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:২৯ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৫০

ঢাকা: পবিত্র রমজানকে সামনে রেখে বাজারে তদারকি বাড়াচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়। বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে ঢাকা মহানগরীর বাজার তদারকিতে কাজ শুরু করবে তিনটি বিশেষ টিম।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঢাকা মহানগরীর বাজারগুলোর নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে গঠিত টিমের টিম লিডারদের নিয়ে আয়োজিত কর্মশালায় এ সিদ্ধান্ত হয়।

বিজ্ঞাপন

কর্মশালায় বাণিজ্য সচিব বলেন, ‘বাণিজ্য মন্ত্রণালয়ের বাজার তদারকি টিম নিয়মিতভাবে ঢাকা মহানগর এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসনের সহায়তায় স্পেশাল টাস্কফোর্সের মাধ্যমে বাজার তদারকি করে থাকে। এর পাশাপাশি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরও বাজার তদারকি করে থাকে। এতে করে অবৈধ মজুতদার ও অসাধু ব্যবসায়ীরা বাজার অস্থিতিশীল করতে পারে না। রমজানকে কেন্দ্র করে বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের আরও নিবিড়ভাবে তদারকি করতে হবে।’

তিনি বলেন, ‘ঢাকা মহানগরে নিয়মিত দুটি টিম বাজার তদারকি করলেও রমজান উপলক্ষ্যে আগামীকাল হতে প্রতিদিন তিনটি টিম বাজার তদারকি করবে।’

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মাধ্যমে নিয়মিতভাবে ছয়টি টিম কাজ করে উল্লেখ করে তিনি বলেন, ‘আসন্ন রমজানে তদারকিতে থাকবে তাদের দশটি টিম।’

কর্মশালায় আরও জানানো হয়, জনসচেতনতা বাড়াতে বাণিজ্য মন্ত্রণালয় লিফলেট বিতরণ ও স্থানীয় বাজার কমিটির মাধ্যমে মাইকিং কার্যক্রম বাস্তবায়ন করবে। এ ছাড়া নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে কাঁচাবাজার, মুদি দোকান ও সুপারসপগুলোতেও তদারকি কার্যক্রম চলবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/এইচআই

বাজার তদারকি বাণিজ্য মন্ত্রণালয় রমজান

বিজ্ঞাপন

ঝড়ো বৃষ্টিতেও থামেনি পাঠক
২২ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:১৬

আরো

সম্পর্কিত খবর