র্যাবকে নতুন করে গঠনের ইঙ্গিত স্বরাষ্ট্র উপদেষ্টার
১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৪৪ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৫০
ঢাকা: স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দরকার হলে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র্যাব) নতুন করে গঠন করা হবে। তিনি বলেন, এ বিষয়ে আমরা একটা প্রস্তাব পাঠিয়েছি, অর্থাৎ একটা আইডিয়া দেওয়া হয়েছে। এ নিয়ে পরবর্তী বৈঠকে আলোচনা করা দরকার হবে বলেও জানান তিনি।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে আইনশৃঙ্খলাসংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
র্যাবের নাম পরিবর্তন হবে কিনা?- জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আগামী বৈঠকে এ নিয়ে সিদ্ধান্ত হবে।’ সিদ্ধান্তটা আসলে কী? র্যাবকে নতুন করে গঠন করা কিনা?- এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘হ্যাঁ, দরকার হলে এটা নতুন করে গঠন করা হবে।’
বাংলাদেশে ছাত্র-জনতার আন্দোলন ঘিরে গত বছরের ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কার্যালয়ের অনুসন্ধানী দল। ওই প্রতিবেদনে র্যাব বিলুপ্ত, ডিজিএফআইকে সামরিক গোয়েন্দা তৎপরতার মধ্যে সীমাবদ্ধ রাখাসহ বিভিন্ন সুপারিশ করা হয়।
এ সময় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে। জবাবে তিনি বলেন, ‘সোমবার রাতে রাজধানীর উত্তরায় দম্পতিকে রামদা দিয়ে প্রকাশ্যে কোপানোর ঘটনায় অভিযুক্তদের সঙ্গে সঙ্গেই গ্রেফতার করা হয়েছে।’
আইনশৃঙ্খলার উন্নতি হচ্ছে কিনা? উন্নতির ধাপটা কেমন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘উন্নতি হচ্ছে কিনা এটা তো আপনারাই সবচেয়ে ভালো বলতে পারবেন। উত্তরায় যে ঘটনা ঘটেছে সঙ্গে সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হয়েছে। তাদের অ্যারেস্ট করা হয়েছে।’
সারাবাংলা/জেআর/পিটিএম