Saturday 22 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জামায়াতের নিবন্ধন ফিরিয়ে না দিলে আবারও রাজপথে নামা হবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:০৬ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৫০

জামায়াতের সমাবেশ। ছবি: সারাবাংলা।

নোয়াখালী: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মাছুম বলেছেন, জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরিয়ে না দিলে প্রয়োজনে আবারও রাজপথে নামা হবে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে জেলা শহর মাইজদীর শহিদ মিনার প্রাঙ্গনে জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ১৩ বছর আগে স্বৈরাচার হাসিনার অন্যায়, জুলুম, নির্যাতনের প্রতিবাদ করার কারণে এটিএম আজহারুল ইসলামকে কারাগারে যেতে হয়েছে। ৬ মাস চলে গেছে এখনও এটিএম আজহারুল ইসলামকে এ সরকার মুক্তি দেয়নি। কেন দেয়নি এটা আমাদের প্রশ্ন। কোন কারণে তার মুক্তি ঠেকিয়ে রাখা হয়েছে আমরা জানতে চাই?’

এটিএম মাছুম বলেন, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের নামে কতগুলো সৎ, ধর্মভীরু এবং যারা মানুষের কল্যাণে আজীবন কাজ করে গেছে তাদেরকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে। বিচারের নামে হত্যা করা হয়েছে অনেককে। এদেশের মানুষ এ সবকিছুর স্বাক্ষী।

তিনি আরও বলেন, গত ১৬ বছর এ দেশ একটি বৃহৎ কারাগারে পরিণত হয়েছিল। তারা ক্ষমতায় এসে শুধু দেশকে ধ্বংস করেনি প্রশাসনকেও দলীয়করণ করেছে। দেশের মানুষের ওপর নির্যাতন চালিয়েছে। সবচেয়ে বেশি জুলুম নির্যাতন চালিয়েছে ইসলাম, মুসলিম জাতিসত্ত্বা, আলেম-ওলামা, পীর মাসায়েখ, ইসলামী শিক্ষা দীক্ষার ওপরে।

জামায়াতে ইসলামীর নোয়াখালী জেলা নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা সাঈয়েদ আহমদের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশের সুরা সদস্য ও জেলা নায়েবে আমির মাওলানা নিজাম উদ্দিন ফারুক, নোয়াখালী আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট তাজুল ইসলাম, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন, মো. ইসমাইল হোসেন মানিক, শ্রমিক কল্যাণ ফেডারেশন নোয়াখালী জেলা সভাপতি অ্যাডভোকেট জহিরুল আলম ও নোয়াখালীর শহর আমির মাওলানা মো. ইউসুফ।

বিজ্ঞাপন

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

সারাবাংলা/এসআর

জামায়াত জামায়াতের নিবন্ধন নোয়াখালী বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজপথ

বিজ্ঞাপন

বসন্তের সন্ধ্যা ভিজল বৃষ্টিতে
২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৫০

আরো

সম্পর্কিত খবর