Saturday 22 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ডিসিদের সতর্ক থাকতে হবে: ধর্ম উপদেষ্টা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ ফেব্রুয়ারি ২০২৫ ২০:২০ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:০৭

জেলা প্রশাসক সম্মেলনে অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন

ঢাকা: সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার জন্য সারাদেশের জেলা প্রশাসকদের সতর্ক থাকতে হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেছেন, কেউ যেন মসজিদ, মাজার, মন্দির, প্যাগোডা অথবা চার্চে কোনো ধরনের অপবিত্রতা করতে না পারে সেজন্য তাদের অনুরোধ করেছি।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে অধিবেশন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

ধর্ম উপদেষ্টা বলেন, ‘অতীতেও ডিসিরা সাড়া দিয়েছেন। আগামী দিনও ধর্মীয় সম্প্রীতি অব্যাহত থাকে সেটি ধারাবাহিকতা রক্ষা করতে বলেছি।’

তিনি আরও বলেন, অপরাধী ধরা পড়লে তাদেরকে সঙ্গে সঙ্গে আইনের আওতায় আনতে, সরকারিভাবে হাজীদের সংখ্যা বাড়ানো ও বেসরকারি হজ ব্যবস্থাপনায় মধ্যাত্বভোগীদের দৌরাত্ব চিহ্নিত করতে বলেছি।’

তিনি বলেন, ‘আমরা এখন পর্যন্ত ৩৫০ মডেল মসজিদ এবং ইসলামিক সেন্টার নির্মাণ করেছি। এ ছাড়া ২১৪টি মডেল মসজিদ নির্মাণ করব উপজেলাগুলোতে। এগুলোর সাইড সিলেকশন কমিটির সভাপতি জেলা প্রশাসক। আমরা তাদেরকে ভালো সাইট দেখতে বলেছি। এ ছাড়া নির্মাণ সামগ্রী যাতে উন্নত হয় সেই বিষয়ে কঠোর হতে বলেছি।’

ধর্ম উপদেষ্টা আরও বলেন, ‘বিভিন্ন জেলায় অনেক সম্পত্তি বেহাত হয়ে গেছে। এগুলো পাবলিক দখল করে নিয়েছে। মতিঝিলে একটা দেবত্ব সম্পত্তি আমরা উদ্ধার করেছি। ওখানে আমরা মাল্টিসোরেজ একটা বিল্ডিং করব। শত শত জায়গায় ওয়াকফ স্টেট বেহাত হয়ে গেছে। সেগুলো আমরা উদ্ধারের চেষ্টা করছি। এ বিষয়ে মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছি।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘এ ছাড়া আমরা আইন মন্ত্রণালয়ের সহযোগিতায় হাইকোর্টে একটি স্বতন্ত্র বেঞ্চ করার জন্য চিঠি দিয়েছি। এ বিষয়ে হাইকোর্টের রেজিস্টারের সঙ্গেও কথা বলেছি। ওয়াকফ মামলাগুলো সেখানে শুনানি হবে। যারা বছরের পর বছর মামলা করে সম্পত্তিগুলো খেয়ে ফেলছে, তাদের হাত থেকে উদ্ধার করতে পারে।’

উপদেষ্টা আরও বলেন, ‘আমাদের সমস্ত কাজ জেলা প্রশাসক ও ইউএনও সঙ্গে যুক্ত। আমরা যাতে বৈষম্যহীন কল্যাণমুখি দেশ করতে পারি সেই জন্য জেলা প্রশাসকদের কাছে সহযোগিতা চেয়েছি।’

সারাবাংলা/জেআর/এইচআই

জেলা প্রশাসক সম্মেলন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর