Saturday 22 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদীর বেলাবতে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ ফেব্রুয়ারি ২০২৫ ২০:২২ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:০৭

মরদেহ উদ্ধারের সময় উৎসুক মানুষের ভিড়। ছবি: সারাবাংলা।

নরসিংদী: নরসিংদীর বেলাবো উপজেলার বারৈচা বাসস্ট্যান্ডে ঢাকা-সিলেট মহাসড়ককের (বারৈচা-খামেররচর) বীজের নিচ থেকে অজ্ঞাত (৩৫) নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, মরদেহ দেখে দেওয়ানেরচর গ্রামের কাজল মোল্লার ছেলে নাহিম মোল্লা জাতীয় জুরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দিয়ে জানায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

বেলাবো থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এসআর

অজ্ঞাত তরুণীর মরদেহ নরসিংদী বেলাব মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর