Saturday 22 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন পরিচালক ডা. কাজী গিয়াস উদ্দিন

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ ফেব্রুয়ারি ২০২৫ ২১:১৩

অধ্যাপক ডা. কাজী গিয়াস উদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত

ঢাকা: ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালের নতুন পরিচালক হলেন অধ্যাপক ডা. কাজী গিয়াস উদ্দিন আহমেদ। তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোলজি বিভাগের অধ্যাপক ছিলেন।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের (পার-১) জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার/স্বাস্থ্য সার্ভিসের কর্মকর্তা ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোলজি বিভাগের অধ্যাপক ডা. কাজী গিয়াস উদ্দিন আহমেদকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের পরিচালক হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে। বদলি/পদায়নকৃত এই কর্মকর্তা আগামী ৩ (তিন) কর্মদিবসের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় পরবর্তী কর্ম দিবসে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অব্যাহতি মর্মে গণ্য হবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, অবমুক্তির সময় তিনি বর্তমান কর্মস্থল হতে ছাড়পত্র গ্রহণ করবেন এবং এইচআরএম ডাটাবেজ থেকে মুন্ড আউট হবেন এবং যোগদানের পর ন্যস্তকৃত বিভাগে/কর্মস্থলে মুভ ইন হবেন। রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

এদিকে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব আবু সালেহ মো. মাহফুজুল আলমের সই করা আরেক প্রজ্ঞাপনে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হসপিটালের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগকৃত অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদের চুক্তি বাতিল করা হয়েছে।

সারাবাংলা/এমএইচ/পিটিএম

অধ্যাপক ডা. কাজী গিয়াস উদ্দিন আহমেদ ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হাসপাতাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর