Saturday 22 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশে প্রথমবারের অনুষ্ঠিত হতে যাচ্ছে এআই অলিম্পিয়াড

সিনিয়র করেসপন্ডেন্ট 
১৮ ফেব্রুয়ারি ২০২৫ ২১:২৫

ধানমন্ডিতে ড্যাফোডিল প্লাজার ৭১ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলন

ঢাকা: দেশে প্রথমবারের অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘এআই অলিম্পিয়াড ২০২৫’। আগামী ১২ এপ্রিল ধানমন্ডির ড্যাফোডিল প্লাজায় এই অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইন্সটিটিউটের (দীপ্তি) যৌথ অলিম্পিয়াডটির আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে ড্যাফোডিল প্লাজার ৭১ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানোনো হয়। অনুষ্ঠানে প্রতিযোগিতার নানা দিক তুলে ধরেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. সৈয়দ আখতার হোসেন।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশ এখন চতুর্থ শিল্প বিপ্লবের দ্বারপ্রান্তে, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাংলাদেশের তরুণ প্রজন্মকে এই প্রযুক্তির সঙ্গে পরিচিত করা এবং তাদের দক্ষতা বাড়ানো, ভবিষ্যৎ এআই নেতাদের গড়ে তোলা, এআই শিক্ষার ঘাটতি পূরণ করা, নতুন এআই ভিত্তিক উদ্ভাবন উৎসাহিত করা এবং বাংলাদেশকে বিশ্ব এআই প্রতিযোগিতায় এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইন্সটিটিউটের (দীপ্তি) দেশে প্রথমবারের মত ‘এআই অলিম্পিয়াড ২০২৫’ আয়োজন করতে যাচ্ছে।

আরও জানানো হয়, তিনটি স্তরে এই অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। প্রাথমকি, মাধ্যমিক ও উচ্চতর স্তর। অলিম্পিয়াডের নিবন্ধন শুরু হবে ২০ ফ্রেবুয়ারি থেকে এবং চলবে ১৫ মার্চ পর্যন্ত। অলিম্পিয়াডের অ্যাসেসমেন্ট চলবে ১৬ থেকে ২৫ মার্চ পর্যন্ত এবং এআই অলিম্পিয়াডের গ্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে ১২ এপ্রিল।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ড্যাফোডিল ইন্টারন্যাশানাল ইউনিভার্সিটির প্রক্টর ও মাল্টিমিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ টেনোলজি ডিপার্টমেন্টের অধ্যাপক ড. শেখ মো. আল্ল্যাইয়ার এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক ও ‘এআই অলিম্পিয়াড ২০২৫’ এর আহ্বায়ক রথীন্দ্রনাথ দাস। এ সময় আরও উপস্থিত ছিলেন ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ নুরুজ্জামান। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ড্যাফোডিল ইন্টারন্যাশানাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. মোহাম্মদ নাদির বিন আলী।

সারাবাংলা/ইএইচটি/এইচআই

এআই অলিম্পিয়াড ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর