Saturday 22 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বইমেলার ১৮তম দিনে ঐতিহ্য’র ছয় বই

স্পেশাল কপরেসপন্ডেন্ট
১৮ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৩০

ঐতিহ্য। ছবি: সংগৃহীত

ঢাকা: প্রকাশনা সংস্থা ‘ঐতিহ্য’ এবারের বইমেলায় ৩০০ নতুন বই প্রকাশের উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে মেলার ১৮তম দিন মঙ্গলবার প্রকাশিত হয়েছে নতুন ছয়টি বই।

বইগুলোর মধ্যে রয়েছে- মোহাইমিন পাটোয়ারীর ‘শোষণ মুক্তির অর্থনীতি’, লোপামুদ্রা রহমানের ‘আবিদ আজাদের সাহিত্য: বিষয়বৈভব ও শিল্পকৃতি, ডি সাইফের ‘ম্যানিকুইন’ মুম রহমানের ‘পাঁচজন ফজলু’, মুহাম্মদ হাবীবুল্লাহ’র ‘আল কুরআনে অনারবি শব্দ’ এবং মেসবাহ কামালের ‘পৃথিবী বিশেষণহীন একদিন’।

বিজ্ঞাপন

‘শোষণ মুক্তির অর্থনীতি’

গল্পের ভাষায় কি অর্থনীতি শেখা যায়? অবশ্যই যায়। ধরুন, আপনার সন্তান আপনাকে প্রশ্ন করল, “বাবা, মাথাপিছু জিডিপি কী?” উত্তরে আপনি বলবেন, “আমি কৃষি কাজ করি, তুমি হাঁস মুরগি পালো, আর তোমার মা গরু পালে।” আমাদের তিন জন মিলে বছরে মোট ৪০ হাজার টাকা আয় করি। এই চল্লিশ হাজার টাকা হচ্ছে আমাদের সংসারের জিডিপি। এখন তোমার ছোট বোনসহ আমরা যেহেতু মোট চার জন, টাকাগুলো চার ভাগে ভাগ করলে আমাদের মাথাপিছু জিডিপি হবে দশ হাজার টাকা। এবার চিন্তা কর, সারা দেশের মানুষ কত কিছু তৈরি করে এক বছরে! ধরি সব মিলিয়ে সেইটার দাম এই পুকুরের সমান টাকা। এখন টাকাগুলো যদি সব মানুষকে সমান ভাগে দেওয়া হয় তাহলে একজন যত টাকা পাবে সেটাই হচ্ছে দেশে মাথাপিছু জিডিপি।

এমনই গল্পে গল্পে ব্যাখ্যা করা হয়েছে শোষণ মুক্তির অর্থনীতির বইটি। নানা জাতির উত্থান-পতনের রহস্য এবং বর্তমান বিশ্বের কাঠামোগুলো বিশ্লেষণ করে গল্পের মতন সরল ভাষায় ছবির মতন বাস্তব ফুটিয়ে তোলা হয়েছে এই বইটি যা আপনার চিন্তাকে নাড়া দেবে এবং পরিচয় করাবে এক নতুন জগতের সাথে।

বিজ্ঞাপন

মোহাইমিন পাটোয়ারীর ‘শোষণ মুক্তির অর্থনীতি’ বইটির প্রচ্ছদ এঁকেছেন সেলিম হোসেন সাজু। বইটির মূল্য ২৭০ টাকা।

‘আবিদ আজাদের সাহিত্য: বিষয়বৈভব ও শিল্পকৃতি’

এই গ্রন্থে আবিদ আজাদের সাহিত্যের বিষয়-বৈচিত্র্য ও প্রকরণ-কৌশলের নানা বিশ্লেষণের পাশাপাশি তাঁর মানসগঠনের পরিপ্রেক্ষিত বিশ্লেষণ করার প্রয়াস চালানো হয়েছে। সময় ও সমাজসচেতন কবি আবিদ আজাদ যেভাবে নির্মোহ ও নিরপেক্ষ দৃষ্টিতে ব্যক্তি ও সমাজের বিচিত্র-রূপ অঙ্কন করেছেন তার স্বরূপ উন্মোচন করার চেষ্টা করা হয়েছে।

লোপামুদ্রা রহমানের ‘আবিদ আজাদের সাহিত্য: বিষয়বৈভব ও শিল্পকৃতি’ বইটির প্রচ্ছদ এঁকেছেন নাওয়াজ মারজান। বইটির মূল্য ৫০০ টাকা।

‘ম্যানিকুইন’

শহরের প্রাণকেন্দ্রে ব্লেড দিয়ে কেটে কেটে পিঠে ‘বিশ্বাসঘাতক’ লেখা একটি লাশ ঝুলিয়ে রাখা হয়েছে দর্শনীয় বস্তু রূপে। লাশটা দেখতে বড় বীভৎস লাগছে। রেভন গুলিটা করেছিল কপালের ঠিক মাঝ বরাবর। রক্তে সিক্ত হয়েছে গোটা দেহই। আজ শুক্রবার। সাদা রঙের পোশাক পরবার দিন। সাদা রঙের শার্ট পরে ঘর থেকে বেরিয়েছিল ভিক্টর। কিন্তু, এই মুহূর্তে শহরের একমাত্র মানুষ সে যার শরীরে আজ ভিন্ন রং…

ডি সাইফের ‘ম্যানিকুইন’ বইটির প্রচ্ছদ এঁকেছেন নাওয়াজ মারজান। বইটির মূল্য ৩৪০ টাকা।

‘পাঁচজন ফজলু’

সবিনয়ে বলে রাখি, আমি মুম রহমান তুচ্ছ লেখক। আমার অত সাহিত্যিক বয়ানভঙ্গি নাই। কাজেই আমি পাঁচজন ফজলুর আলাপ আলোচনা সরাসরি জুড়ে দিয়েছি। কান পেতে লোকের কথাবার্তা শুনতে আমার খুব ভালো লাগে। আমি কান পেতে এই ফজলুদের আলাপ শুনি। আমি জানি, আপনারা বুদ্ধিমান পাঠক, ফজলুদের কথাবার্তা থেকেই তাদের চিনে নেবেন। তবু আপনাদের যাতে বেশি খাটাখাট-নি না করতে হয় তাই পাঁচজন ফজলুর একটা প্রাথমিক ও সংক্ষিপ্ত পরিচয় আমি শুরুতেই দিয়ে রাখি। ব্যাপারটা গাইড-বইয়ের মতো। মূল বই না-পড়ে খানিকটা এগোনোর ব্যবস্থা। এই পাঁচজন ফজলুর সংক্ষিপ্ত পরিচয়ের সূত্র ধরে এগিয়ে গেলে কাহিনি আর চরিত্রের ভেতরে প্রবেশ করতে আপনাদের খুব আরাম হবে। যেহেতু বর্ণনাপ্রধান নয়, বরং সংলাপ আর চরিত্রপ্রধান এই উপন্যাস, তাই বর্ণনার ঝামেলাটা শুরুর কয়েক পাতাতে সেরে ফেললেই আপনারা সরাসরি কাহিনিতে প্রবেশ করতে পারবেন। তাছাড়া, এই বাজারে টাকা খরচ করে আপনারা অধম মুমের বই কিনেছেন, সময় খরচ করে পড়ছেন, তাই আপনাদের আরাম-আয়েশ দেওয়া আমার দায়িত্ব, কর্তব্য। আসুন তবে, সংক্ষেপে পাঁচজন ফজলুর সঙ্গে আগে পরিচিত হই…

লোপামুদ্রা রহমানের ‘পাঁচজন ফজলু’ বইটির প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এষ। বইটির মূল্য ২২০ টাকা।

‘আল কুরআনে অনারবি শব্দ’

কুরআন একটি ধর্মগ্রন্থ ও বিধিনিষেধের সমষ্টিমাত্র নয়; কুরআন সর্বশ্রেষ্ঠ সাহিত্যের সমুজ্জ্বল দৃষ্টান্তও। একজন ফরাসি দার্শনিক বলেছেন, ‘কুরআন ভাষাবিদদের জন্য একটি শব্দকোষ, কবিদের জন্য একটি কাব্যগ্রন্থ।’ অতুলনীয় সাহিত্যগুণে কুরআন পরিপূর্ণ।

সাহিত্যের একটি অপূর্ব শক্তি হলো, ভিন্ন ভাষার শব্দের মুনশিয়ানামণ্ডিত ব্যবহার, যা কুরআন পেরেছে বিকল্পহীন অবাক-করা এক পদ্ধতিতে। অন্য ভাষার শব্দকে নিজের মতো করে ব্যবহার করা এবং সে ব্যবহারে সর্বোচ্চ শক্তিমত্তা প্রদর্শন করাকে কুরআনের একটি মুজেজাই বলতে হয়।

এজন্য দেখা যাচ্ছে, কুরআন অবতরণ-সময়ের রাজসাক্ষী কাফের যারা ইসলামকে বাতিল করার প্রাণপণ চেষ্টা করেছেন এবং যারা দুই আঙুলের ফাঁকেও সূর্য লুকানোর হীনপ্রয়াস চালাতেন, তাদের কেউই কুরআনে অনারবি শব্দ প্রবেশ নিয়ে প্রশ্ন তোলেনি, কুরআনের ভাষার মৌলিকত্ব ও খাঁটিত্ব নিয়ে জল ঘোলা করার দুঃসাহস দেখায়নি।

কুরআনে অনারবি শব্দ নিয়ে গবেষণা চলে আসছে নয়শত খ্রিষ্টাব্দ থেকে। সেই ধারা-সমুদ্র বয়ে চলছে এখনো। বক্ষ্যমাণ গ্রন্থের মাধ্যমে বাংলা ভাষার সাথে স্থাপিত হলো সেই গবেষণা-সাগরের একটি নতুন নদীমুখ। এটি কি বাংলা ভাষার জন্য গৌরবের বিষয় নয়?

মুহাম্মদ হাবীবুল্লাহ’র ‘আল কুরআনে অনারবি শব্দ’ বইটির প্রচ্ছদ এঁকেছেন আবুল ফাতাহ মুন্না। বইটির মূল্য ৪২০ টাকা।

‘পৃথিবী বিশেষণহীন একদিন’

সময়ের উদ্যাপিত বিশ্বাস ও দর্শন যূথবদ্ধতার দেয়ালে কেমন ভাঙন ধরায়, আর একা বাঁচার কেমন মুগ্ধতা তৈরি করে, সে কথা বলে ‘পৃথিবী বিশেষণহীন একদিন’। মানুষ, অমানুষ, জীব, জড়ের বাইরে দাঁড়িয়ে এটি বলে সত্তার কথা। আমাদের দুইয়ের যে কাঁচ, তা দিয়ে দেখার বাইরে এসে দৃষ্টি ছুড়তে চেয়েছে কোথাও। আর বলে অধিকতর গুরুত্ব রাখে এমন প্রপঞ্চ নেই- হোক তা প্রেম বা ঈশ্বর বা আর্তনাদ বা বিপ্লব।

মেসবাহ কামালের ‘পৃথিবী বিশেষণহীন একদিন’ বইটির প্রচ্ছদ এঁকেছেন নাওয়াজ মারজান। বইটির মূল্য ২০০ টাকা।

সারাবাংলা/এজেড/পিটিএম

ঐহিত্য নতুন বই বইমেলা ২০২৫

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর