কেন্দ্রীয় কারাগারে বন্দির ঢামেকে মৃত্যু
১৮ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৩৬
ঢাকা: ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি রনি (১৯) নামে এক চুরির মামলার আসামি ঢাকা মেডিকেলে মারা গেছেন। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে কারারক্ষিরা মুমূর্ষু অবস্থায় ওই আসামিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কারা সূত্রে জানা যায়, মৃত রনির বাসা ওয়ারী ধোলাইখাল এলাকায়। যাত্রাবাড়ি থানার চুরির মামলার আসামি ছিল। তার হাজতি নম্বর ৩১৭/২৫। চুরি করতে গিয়ে গণধোলাইয়ের শিকার হয়েছিল সে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।
সারাবাংলা/এসএসআর/এইচআই
অসুস্থ বন্দির ঢামেকে মৃত্যু কেন্দ্রীয় কারাগারে বন্দি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বন্দির মৃত্যু