বিএনপির বর্ধিত সভার ভেন্যু জাতীয় সংসদের এলডি হল
১৮ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৪৪
ঢাকা: জাতীয় সংসদ ভবনের এলডি হলসহ মাঠ প্রাঙ্গণকে দলের বর্ধিত সভার স্থান চূড়ান্ত করেছে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা যে চিঠি বর্ধিত সভায় আমন্ত্রিত নেতাদের কাছে পাঠানো হয়েছে, সেখানে বলা হয়েছে, আগামী ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টায় পার্লামেন্ট মেম্বারস ক্লাবের আওতাধীন এলডি হলসহ মাঠ প্রাঙ্গণে বর্ধিতসভা অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়েছে।
বিএনপির যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ জানান, দলের বর্ধিত সভার স্থান চূড়ান্ত হয়েছে। সিনিয়র যুগ্ম মহাসচিবের নেতৃত্বে বাস্তবায়ন কমিটি এই সভা অনুষ্ঠানের সব কিছু করছে।
আগামী ২৫ ফেব্রুয়ারি নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে বর্ধিত সভার অংশগ্রহণ কার্ড সংগ্রহ করতে বলা হয়েছে বিএনপির নেতাদেরকে। যারা বর্ধিত সভায় অংশগ্রহণ করবেন তাদেরকে নাম ও পদবীসহ এক কপি স্ট্যাস্প সাইজের ছবি আগামী ২২ ফেব্রুয়ারির মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার অনুরোধ করা হয়েছে।
সর্বশেষ ২০১৮ সালের ৩ ফেব্রয়ারি অনুষ্ঠিত বিএনপির বর্ধিত সভাটি হয়েছিল রাজধানীর ‘লা মেরিডিয়ান’ হোটেলের মিলনায়তনে।
বর্ধিত সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য, চেয়ারপারসনের উপদেষ্টা এবং নির্বাহী কমিটির সকল কর্মকর্তা ও সদস্য, মহানগর ও জেলার সকল থানা, উপজেলা, পৌর কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক ও সদস্য সচিবরা অংশ নেবেন।
এ ছাড়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা দলীয় মনোনয়ন পেয়েছিলেন এবং মনোনয়নের জন্য প্রাথমিক চিঠি পেয়েছিলেন তারাও বর্ধিত সভায় অংশ নিতে পারবেন।
সারাবাংলা/এজেড/এইচআই