Friday 21 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুয়েটে শিক্ষার্থীদের ওপর হামলা, প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৫০

কুষ্টিয়ায় বিক্ষোভ।

কুষ্টিয়া: খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় কুষ্টিয়া সরকারি কলেজ গেট থেকে মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মজমপুর গেটে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

এ সময় বিক্ষোভকারী বিভিন্ন স্লোগান দেন এবং শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত ছাত্রদলের নেতাদের বিচারের দাবিও জানান।

সমাবেশে বক্তব্য দেন— কুষ্টিয়া বৈষম্যবিরোধী ছাত্র-িআন্দোলনের আহবায়ক হাসিবুর রহমান, সদস্য সচিব মোস্তাফিজুর রহমানসহ জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, ছাত্রলীগ স্টাইলে কুয়েটে শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একইসঙ্গে হামলায় জড়িতদের বিচার নিশ্চিত এবং দেশের কোনো ক্যাম্পাসে ছাত্রলীগের মতো ফ্যাসিস্ট রাজনীতির প্রতিষ্ঠা হতে দেওয়া হবে না বলে ঘোষণা দেন বক্তারা।

সারাবাংলা/এসআর

কুয়েটে শিক্ষার্থীদের ওপর হামলা কুষ্টিয়ায় বিক্ষোভ ছাত্রদল জাতীয় নাগরিক কমিটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর