Friday 21 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুয়েটে ‘ছাত্রদলের হামলার’ প্রতিবাদে চবিতে বিক্ষোভ

চবি করেসপন্ডেন্ট
১৮ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৫৩

ছাত্রদলের হামলার প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ হয়েছে

চট্টগ্রাম ব্যুরো: কুয়েটে ‘সাধারণ শিক্ষার্থীদের’ ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ হয়েছে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত ৯ টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। এতে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সঙ্গে যুক্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মিছিল জিরো পয়েন্ট থেকে সোহরাওয়ার্দী হল হয়ে এ এফ রহমান হল, আলাওল হল হয়ে আবার সোহরাওয়ার্দী হলের সামনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিজ্ঞাপন

এ সময় শিক্ষার্থীদের ‘ছাত্রদলের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘লীগ গেছে যেই পথে, ছাত্রদল যাবে সেই পথে’, ‘ছাত্রদলের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’- এসব স্লোগান দিতে দেখা যায়।

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সমন্বয়ক মাহফুজুর রহমান বলেন, ‘আজ কুয়েটে শিক্ষার্থীদের ওপর যে ন্যক্করজনক হামলা হয়েছে আমরা তার নিন্দা জানাই। ছাত্রদলের যারা হামলায় জড়িত তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। আমরা নতুন করে কোনো সন্ত্রাসী কার্যক্রম দেখতে চাই না।’

আইন বিভাগের শিক্ষার্থী রিয়াদ বলেন, ‘কুয়েটে শিক্ষার্থীদের ওপর ছাত্রদল কর্তৃক বর্বরোচিত হামলায় অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। নতুন করে ফ্যাসিবাদ জন্ম নিলে আমরা সবাই মিলে প্রতিহত করব।’

সারাবাংলা/এমআর/এইচআই

কুয়েটে 'ছাত্রদলের হামলা চবিতে বিক্ষোভ

বিজ্ঞাপন

খিলগাঁওয়ের ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে
২১ ফেব্রুয়ারি ২০২৫ ২২:১৭

আরো

সম্পর্কিত খবর