Sunday 23 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সচিবালয়ের সামনে জুলাই আন্দোলনে আহত ও শহিদ স্বজনদের অবস্থান

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৪৫ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৫৬

দাবি নিয়ে সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন তারা।

ঢাকা: বিশেষ সুরক্ষা আইন করে জুলাই অভ্যুত্থানে নিহতদের পরিবার ও আহতদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্বজনেরা।

একইসঙ্গে আহত ও শহিদ পরিবারের সুচিকিৎসা, মানসিক কাউন্সেলিং, হয়রানি প্রতিরোধ ও সমস্যা সমাধানে জরুরি হটলাইন চালুর দাবিতে বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর থেকে ‘গণঅভ্যুত্থানে আহত ও শহিদ পরিবারের’ ব্যানারে সচিবালয়ের ৫ নম্বর গেইটের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। এ কর্মসূচিতে দেশের বিভিন্ন স্থান থেকে আগত আহতরাও অংশ নিয়েছেন।

বিজ্ঞাপন

দাবির বিষয়ে আলোচনার জন্য সরকারের পক্ষ থেকে দুপুরের পর ৬ সদস্যদের একটি প্রতিনিধি দলকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।

কর্মসূচি পালনকারীরা বলছেন, আহত ও শহীদ পরিবারের মধ্যে তারা কোনো বৈষম্য চান না। সরকার প্রণীত তিন ক্যাটাগরির মধ্যে একটা ক্যাটাগরির আহতরা মাসিক ভাতার সুবিধা পাবেন না, এটি হতে পারে না। জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দুটি ক্যাটাগরিতে রাখতে হবে। বিশেষ সুরক্ষা আইন করে নিহতদের পরিবার ও আহতদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

জানা যায়, সচিবালয়ের সামেনে অবস্থান কর্মসূচি পালনের আগে সকালের দিকে প্রথমে শাহবাগ মোড়ে জড়ো হন তারা। পরে সেখান থেকে দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ের দিকে রওনা হয়ে সচিবালয়ের ৫ নম্বর গেইটের সামনে অবস্থান নেন।

সারাবাংলা/জেআর/ইআ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর