Saturday 22 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে বিনিয়োগ করলে ফিলিপাইনের লাভ হবে: রাষ্ট্রদূতকে মেয়র

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৫৯ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:২৯

চসিক মেয়র শাহাদাত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পাদিলা কেইংলেট।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পাদিলা কেইংলেট। এ সময় মেয়র রাষ্ট্রদূতকে চট্টগ্রামে বিনিয়োগের আহ্বান জানান।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর টাইগারপাসে চসিকের অস্থায়ী কার্যালয়ে মেয়রের সঙ্গে ফিলিপাইনের রাষ্ট্রদূতের এ সাক্ষাত হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাক্ষাতে উভয়ে দুই দেশের মধ্যে বাণিজ্য, পর্যটন, শিক্ষা এবং সাংস্কৃতিক আদান-প্রদানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। চট্টগ্রামে বিনিয়োগের সম্ভাবনা ও শিক্ষাখাতে ফিলিপাইনের অভিজ্ঞতা কাজে লাগানোর বিষয়ও আলোচনায় উঠে আসে।

সভায় মেয়র বলেন, ‘চট্টগ্রামে তিনটি ইপিজেড আছে। এছাড়া উৎপাদিত পণ্য ও কাঁচামাল সহজে পরিবহনের জন্য আছে একটি সমুদ্রবন্দর ও আন্তর্জাতিক বিমানবন্দর। এশিয়ার দুই দেশ বাংলাদেশ এবং ফিলিপাইনের মাঝে বিদ্যমান সুসম্পর্ককে কাজে লাগালে দুটি দেশই আর্থিক ও সাংস্কৃতিক দিক থেকে লাভবান হতে পারে। ব্যাপক বিনিয়োগের ফলে চট্টগ্রাম বৈদেশিক বিনিয়োগের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়েছে। ফিলিপাইন এই সোনালী সুযোগকে কাজে লাগাতে চট্টগ্রামে বিনিয়োগ করলে বেশ লাভবান হবে।’

জবাবে রাষ্ট্রদূত বলেন, ‘ফিলিপাইনের ব্যবসায়ীদের এগ্রো বিজনেস, ফুড প্রসেসিং, স্বাস্থ্য, শিক্ষা খাতে ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। বাংলাদেশে এই বিনিয়োগ সম্ভাবনা যাচাই করতে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় হয়েছে। এ ছাড়া ফিলিপাইনের আয়ের অন্যতম উৎস পর্যটন খাত। ফিলিপাইনের হোটেল এবং ট্যুরিজমের অভিজ্ঞতাও বাংলাদেশ কাজে লাগাতে পারে।’

বিজ্ঞাপন

চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, ফিলিপাইনের বাংলাদেশ দূতাবাসের ভাইস কনসাল লিন আর গুতেরেজ, অনারারি কনসাল আবদুল আউয়াল এ সময় উপস্থিত ছিলেন।

সারাবাংলা/আরডি/ইআ

বিজ্ঞাপন

২২তম দিনে নতুন বই এলো ১৪৪টি
২২ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৪৫

আরো

সম্পর্কিত খবর