বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৫১ বছর পূর্তি, মহাপরিচালকের শুভেচ্ছা
১৯ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৪৪
ঢাকা: ৫১ বছরে পদার্পণ করল বাংলাদেশ শিল্পকলা একাডেমি। জাতীয় সংস্কৃতি ও কৃষ্টির উন্নয়ন, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও প্রসারের মাধ্যমে সকল মানুষের জন্য শিল্প সংস্কৃতির প্রবাহ তৈরি করে শিল্প সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে ১৯৭৪ সালের এদিনে প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠানটি।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ এক বিবৃতিতে প্রতিষ্ঠানটির জন্য শুভকামনা জানান।
বিবৃতিতে তিনি বলেন, ‘২০২৫ বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৫১ বছর পূর্তি হলো। আমাদের যাত্রা শুরু ১৯৭৪ সালে। দিনটি উপলক্ষ্যে আমরা বিশেষভাবে কোনো আয়োজন করছি না। কারণ প্রান্ত থেকে কেন্দ্র নানামুখী উৎসব আয়োজনের মাধ্যমেই আমরা প্রতিদিন প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছি। আমরা মনে করি শিল্পকলাকে মানুষের কাছে পৌঁছাতে উৎসব আয়োজনের বিকল্প নেই। এই নানামুখি অনুষ্ঠান আয়োজনের মাধ্যমেই আমরা নিজেদের অস্তিত্বের জানান দেই।’
তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি সংস্কৃতির অবস্থান মানুষের জীবনের কেন্দ্রে। আমরা উৎসবের আমেজে পৌঁছতে চাই জনগণের কাছে, দেশব্যাপী ও তৃণমূল পর্যায়ে। বাংলাদেশ হাজারো নদীর দেশ, যেখানে হাজার বাঁকে স্রোত বয়ে চলে নিরন্তর। তারই অনুপ্রেরণায় বহু মত, বহু জনকে ধারণ করে আমাদের সামষ্টিক পরিচয় গড়ে তোলা সম্ভব। সাম্প্রতিককালে আমরা পাশে দাঁড়িয়েছি বাউল শিল্পী সমাজের, যাদের সম্প্রীতি ও সাম্যের বার্তার সঙ্গে আমরা একাত্মতা প্রকাশ করি।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘এরইমধ্যে আমরা জেলা পর্যায়ে মিলনায়তনের ভাড়া অর্ধেকের কমে নির্ধারণ করেছি, যা বহু বছর ধরে সাংস্কৃতিক সংগঠনগুলোর দাবি এবং আমাদের গণমুখি কার্যক্রমের ধারবাহিক প্রয়াস। আমরা মনে করি আমাদের বর্ষপূর্তি উৎযাপন করার অংশীদার আমাদের দর্শক ও শুভানুধ্যায়ীরা, আর আমরা নিরলসভাবে কাজ করে যেতে চাই একাডেমিকে জনবান্ধব করবার সংকল্পে।’
সারাবাংলা/এফএন/এইচআই