ব্যাংক খাতের সঙ্কট নিরসনে ক্রাইসিস ম্যানেজমেন্ট কাউন্সিল গঠনের প্রস্তাব
১৯ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৩৪ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৩৪
ঢাকা: দেশের ব্যাংক খাতে বিদ্যমান সঙ্কট নিরসনে ‘ব্যাংকিং সেক্টর ক্রাইসিস ম্যানেজমেন্ট কাউন্সিল’ গঠন করা হবে। ছয় সদস্য বিশিষ্ট এ কাউন্সিলের চেয়ারম্যান হবেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। কাউন্সিলের অন্যান্য সদস্যদের মধ্যে থাকবেন- অর্থ মন্ত্রণালয়ের অর্থ সচিব, বাংলাদেশ সিকিউটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশন (বিএসইসি) এর চেয়ারম্যান এবং অপর তিনজন হলেন- কেন্দ্রীয় ব্যাংকের রেজ্যুলেশন, সুপারভিশন ও আমানত সুরক্ষার দায়িত্বে থাকা তিন পৃথক ডেপুটি গভর্নর।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কর্তৃক প্রণীতব্য ‘দ্য ব্যাংক রেজ্যুলেশন অর্ডিন্যান্স ২০২৫’ এর চূড়ান্ত খসড়ায় এ প্রস্তাব করা হয়েছে।
খসড়া অনুযায়ী, গঠিতব্য কাউন্সিল বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার মধ্যে আন্ত:সমন্বয়ক হিসেবে কাজ করবে। ব্যাংক খাতের সঙ্কট মোকাবিলায় কার্যকর ব্যবস্থাপনা এবং সঙ্কটের প্রভাব নিয়ন্ত্রণের মাধ্যমে দেশের আর্থিক খাতের স্থিতিশীলতা রক্ষায় সহায়তা করবে এ কাউন্সিল। এ কাউন্সিলের অধীনে একটি কারিগরি কমিটিও থাকবে। কাউন্সিলের কার্যক্রম পরিচালনায় একটি কাউন্সিল সচিবালয় গঠন করা হবে।
প্রস্তাবে বলা হয়েছে, নন-ক্রাইসিস পিরিয়ডে সঙ্কট মোকাবিলায় কাউন্সিলের সদস্য প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে কাউন্সিল বিভিন্ন সুপারিশ প্রণয়ন করবে এবং এ ক্ষেত্রে কোন সীমাবদ্ধতা থাকবে না। তবে কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনভাবে কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে প্রণীত এসব সুপারিশ কোনো প্রভাব ফেলবে না।
অন্যদিকে সঙ্কটকালীন সময়ে কাউন্সিল সার্বিক সঙ্কট ব্যবস্থাপনা কৌশল বাস্তবায়নে সমন্বয় ও সহযোগিতা করবে এবং সঙ্কট মোকাবেলা ও নিয়ন্ত্রণে কৌশলগুলো আরও উন্নত করবে।
খসড়ায় কাউন্সিলের দশ দফা কার্যপরিধি চিহ্নিত করা হয়েছে। এগুলো হচ্ছে- ফাইন্যান্সিয়াল সিস্টেমের ঝুঁকি মনিটরিং ও সঙ্কটের সময় চিহ্নিত করা; সঙ্কট মোকাবিলায় আইন ও কাঠামোগত উপাদান উন্নয়নের প্রস্তাব প্রণয়ন; সরকারের সঙ্গে সমন্বয় করা; ব্যাংক খাতের গ্রহণযোগ্যতা প্রতিষ্ঠা ও আস্থা পুনঃস্থাপন করা; সঙ্কট ব্যবস্থাপনার কৌশল উন্নয়ন; আকস্মিক সঙ্কট পরিকল্পনার উন্নয়ন ও বাস্তবায়ন; দেশের আর্থিক খাতের স্থিতিশীলতা নিশ্চিত করতে সহযোগিতা ও সমন্বয়ের কার্যকর প্রক্রিয়াকে প্রসারিত করা; ব্যাংক খাতে সঙ্কট ব্যবস্থাপনায় কারিগরি কমিটি নিয়োগ দেওয়া; সাধারণ সময় ও সঙ্কটকালীন সময়ে কারিগরি কমিটির দায়িত্ব ও কর্তব্য নির্ধারণ করা এবং কাউন্সিল সচিবালয়ের দায়িত্ব ও কর্তব্য নির্ধারণ করা।
সারাবাংলা/আরএস
‘দ্য ব্যাংক রেজ্যুলেশন অর্ডিন্যান্স ২০২৫’ ‘ব্যাংকিং সেক্টর ক্রাইসিস ম্যানেজেমেন্ট কাউন্সিল’ অর্থ মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংক