Sunday 20 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চ্যাম্পিয়নস ট্রফি
বাংলাদেশের বিপক্ষে ব্যাটারদের ওপরই ভরসা রোহিতের

স্পোর্টস ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:১২

রোহিত শর্মা

তাদের ব্যাটিং লাইনআপ বরাবরই বুকে কাঁপন ধরায় প্রতিপক্ষের। এবারের চ্যাম্পিয়নস ট্রফিতেও শক্তিশালী ব্যাটিং লাইনআপ নিয়ে মাঠে নামবে ভারত। বাংলাদেশের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচের আগে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা বলছেন, ম্যাচ জিততে ব্যাটারদের দিকেই তাকিয়ে থাকবেন তারা।

হাইব্রিড ফরম্যাটের এই টুর্নামেন্টে ভারত তার সবগুলো ম্যাচ খেলবে দুবাইতে। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়েই আজ শুরু হচ্ছে তাদের চ্যাম্পিয়নস ট্রফির মিশন। ব্যাটাররা দ্রুতই দুবাইয়ের পিচের সাথে মানিয়ে নিতে পারবেন, এমনটাই আশা রোহিতের, ‘ব্যাটাররা পিচ যত দ্রুত বুঝবেন ততো ভালো। এরপর নিজের ব্যাটসম্যানশিপ ও চিন্তাকে কাজে লাগাতে হবে। এখানে আমরা অনেক ম্যাচ খেলেছি। সব বোলাররাই এখানে পরীক্ষা নেবে। শুধু পিচ বুঝলেই হবে না। ম্যাচের পরিস্থিতি বুঝে এগিয়ে যেতে হবে।’

বিজ্ঞাপন

বাংলাদেশের বিপক্ষে শুধু টপ অর্ডার নয়, পুরো ব্যাটিং লাইনআপকেই ভালো করতে হবে বলে মনে করিয়ে দিলেন রোহিত, ‘টপ অর্ডারের প্রথম ৩-৪ জনকে বড় স্কোর করতে হবে যদি বড় টার্গেট দাঁড় করাতে চাই। আমাদের টপ অর্ডার সেটা জানে। বিশ্বকাপেও আমরা এটা করে দেখিয়েছি। তবে দলের ৭-৮ জন ব্যাটার সবাইকে অবদান রাখতে হবে। কারো সেঞ্চুরি করা ছাড়াও অনেক বড় স্কোর করেছি আমরা, সেটা সবার অবদানের কারণেই। ব্যক্তিগত মাইলফলকের কথা ভুলে যেতে হবে।’

দুবাইয়ের পিচে আগে ব্যাটিং না বোলিং নেওয়া ভালো হবে, সেটা নিয়ে চলছে নানা আলোচনা। রোহিত অবশ্য টস নিয়ে চিন্তিত নন, ‘আগে বা পরে ব্যাটিং যেটাই হোক সেটাই করতে হবে। এখনো আমরা পিচ দেখিনি। কিছু দল আগে ব্যাট করতে চায়, কিছু দল পরে। এসব নিয়ে কোচ ও অন্যদের সাথে কথা হবে ম্যাচের দিনেই।’

বিজ্ঞাপন

আজ বাংলাদেশ সময় দুপুর ৩টায় টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত।

সারাবাংলা/এফএম

চ্যাম্পিয়নস ট্রফি বাংলাদেশ ভারত রোহির শর্মা