ঢাকাসহ ৪ বিভাগে বজ্র বৃষ্টির পূর্বাভাস
২০ ফেব্রুয়ারি ২০২৫ ১০:২৫ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৫৫
ঢাকা: দেশের চার বিভাগের ওপর দিয়ে বজ্র বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। অন্য বিভাগগুলোতে থাকবে শুষ্ক আবহাওয়া। এদিকে প্রকৃতি থেকে শীত প্রায় বিদায় নিয়েছে। বিশেষ করে রাজধানী ঢাকাতে সকালে সকাল থেকেই আকাশে ঝলমলে রোদ।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে এখনো শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
শুক্রবারের (২১ ফেব্রুয়ারি) পূর্বাভাস বলছে, রংপুর ও খুলনা বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি/ বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সেই সঙ্গে থাকবে কুয়াশাও। শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, এ পরিস্থিতির কোনো পরির্বতন আপাতত নেই। এদিকে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিম বঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। তবে এর বড় কোনো প্রভাব দেশে পড়বেনা।
সারাবাংলা/জেআর/এনজে