Saturday 22 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চ্যাম্পিয়নস লিগ
রোনালদোকে ছুঁতে পারবেন এমবাপে, বিশ্বাস আনচেলত্তির

স্পোর্টস ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০২৫ ১১:০৩

দুর্দান্ত হ্যাটট্রিকে রিয়ালের জয়ের নায়ক এমবাপে

অনেক নাটকের পর মৌসুমের শুরুতে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন তিনি। রিয়ালে ৭ মাস পেরিয়ে গেলেও নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি কিলিয়ান এমবাপে। অবশেষে এমবাপে ফিরলেন তার চিরচেনা বিধ্বংসী রূপে। তার দুর্দান্ত এক হ্যাটট্রিকে ম্যানচেস্টার সিটিকে প্লে-অফ থেকেই বিদায় করে দিয়েছে রিয়াল মাদ্রিদ। এমবাপের এই হ্যাটট্রিকের পর রিয়াল কোচ কার্লো আনচেলত্তি বলছেন, রিয়াল কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদোকেও ছুঁতে পারেন তিনি।

বিজ্ঞাপন

প্রথম লেগে ৩-২ গোলের জয়ের পর বার্নাব্যুতে সিটিজেনদের উড়িয়ে দিয়েছে রিয়াল। এমবাপের হ্যাটট্রিকে ৩-১ গোলের বড় জয়ে শেষ ১৬তে পা রেখেছে তারা। রিয়ালের জার্সি যায়ে এটি এমবাপের দ্বিতীয় হ্যাটট্রিক। চ্যাম্পিয়নস লিগে সব মিলিয়ে এটি তার তৃতীয় হ্যাটট্রিক।

হ্যাটট্রিকের পর বার্নাব্যুতে রোনালদোর মতো উদযাপনও করতে দেখা গেছে এমবাপেকে। আনচেলত্তি বলছেন, এমবাপে ছুঁতে পারেন রোনালদোর কীর্তিকেও, ‘রোনালদোর গড়া রেকর্ড ছোঁয়ার সব গুণই তার আছে। তবে এজন্য তাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে কারণ রোনালদো নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন। সবাই এমবাপের এমন হ্যাটট্রিকের অপেক্ষায় ছিল। তবে শুধু তার কারণেই জয় আসেনি। দলের অন্যরাও দারুণ খেলেছে। তারাই আসলে পার্থক্য গড়ে দিয়েছেন।’

শেষ ১৬তে রিয়ালের প্রতিপক্ষ অ্যাটলেটিকো মাদ্রিদ কিংবা বেয়ার লেভারকুসেন। দ্বিতীয় রাউন্ডের আগেই গ্রুপ পর্ব ও প্লে-অফ মিলিয়ে ১০টি ম্যাচ খেলেছে রিয়াল। শেষ ১৬ এর আগেই এত ম্যাচ খেলে কিছুটা ক্লান্ত রিয়াল, ‘নকআউট পর্বের আগেই ১০টি ম্যাচ খেলা কঠিন ব্যাপার। অনেক কঠিন পথ পাড়ি দিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেছি। এখন আর পেছনে ফিরে তাকানোর সুযোগ নেই। সিটির বিপক্ষে এই লড়াইটা আমাদের ভালো কেটেছে। আশা করি পরের ম্যাচগুলোতেও আমরা ভালো করতে পারব।’

সারাবাংলা/এফএম

কার্লো আনচেলত্তি কিলিয়ান এমনবাপে ক্রিশ্চিয়ানো রোনালদো চ্যাম্পিয়নস লিগ রিয়াল মাদ্রিদ

বিজ্ঞাপন

বগুড়ায় সড়ক দুর্ঘটনা, নিহত বেড়ে ৫
২২ ফেব্রুয়ারি ২০২৫ ১১:০১

আরো

সম্পর্কিত খবর