Saturday 22 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযান, নিহত ২

স্টাফ করেসপন্ডেন্ট
২০ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৩২ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৪৫

যৌথ বাহিনী

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে যৌথ বাহিনীর সঙ্গে বন্ধুকযুদ্ধে দুই জন নিহত হয়েছেন। এ সময় পাঁচ জনকে আটক করা হয়েছে।

বুধবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে মোহাম্মদপুরের বছিলা ৪০ ফিট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ভোলা জেলার চরফ্যাশন উপজেলার মো. শাহজাহান আলীর ছেলে মিরাজ হোসেন (২৫)। তিনি বর্তমানে মোহাম্মদপুর চাঁদ উদ্যান ৮নম্বর রোডের একটি বাসায় ভাড়া থাকতেন। অপরজন হলেন, শরিয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার ভুয়াই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে জুম্মন (২৬)। তিনি বর্তমানে মোহাম্মতপুর চাঁদ উদ্যান ৫ নম্বর রোডে হুজুরের বাড়ির ভাড়া থাকতেন।

এই ঘটনায় গ্রেফতার পাঁচজন হলেন, আব্দুর রবের ছেলে মো. হোসেন (২৩),  মো. জলিলের ছেলে মো. মিরাজ (২৫), মো. মোতাহারের ছেলে মমিনুল (২০), সাঈদ খায়ের ছেলে মো. মেহেদী (১৭)। তারা সবাই মোহাম্মদপুরের চাঁদ উদ্যানে বাস করতেন। অপর একজন কেরানীগঞ্জের ওয়াশপুর বাসস্ট্যান্ড গলির মো. রহিমের ছেলে  মো. আল আমিন (২৪)।

মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আব্দুল মোমিন বলেন, ‘অভিযানে যৌথ বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে দুই জন নিহত হয়েছেন। এ ছাড়া অভিযানে পাঁচ জনকে আটক করা হয়।’

তিনি জানান, বুধবার রাতে খবর আসে মোহাম্মদপুরের চাঁদ উদ্যানের লাউতলায় বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী বৈঠক করছে। এই খবরে সেখানে অভিযান পরিচালনা করে যৌথ বাহিনীর একটি দল। অভিযান পরিচালনার সময় সন্ত্রাসীরা অতর্কিতভাবে যৌথ বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি ছুঁড়লে তারাও পালটা গুলি চালায়। এ সময় পাঁচ সন্ত্রাসী যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করার পর সেখানে গুলিবিদ্ধ অবস্থায় দুই জনকে মৃত পাওয়া যায়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমএইচ/এমপি

নিহত যৌথ বাহিনীর অভিযান

বিজ্ঞাপন

২২তম দিনে নতুন বই এলো ১৪৪টি
২২ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৪৫

আরো

সম্পর্কিত খবর