Saturday 22 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাউজানে ঘর থেকে ডেকে নিয়ে যুবককে খুন

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৩৩ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৫৫

নিহত মোহাম্মদ হাসান।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের রাউজান উপজেলায় ঘর থেকে ডেকে নিয়ে এক যুবককে খুন করা হয়েছে। ওই যুবক আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল বলে পুলিশ জানিয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরীহাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ হাসানের (৩৫) বাড়ি চৌধুরীহাট এলাকায় আহমদ হোসেন মেম্বার বাড়িতে।

জানা গেছে, রাত ১১টার দিকে কয়েকজন মিলে হাসানকে তার ঘর থেকে ডেকে বাজারে নিয়ে যায়। বাজারের পাশে একটি নির্জন স্থানে নিয়ে তাকে ইট ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে সেখানে ফেলে যায়।

স্থানীয়রা ঘটনা জেনে সেখান থেকে হাসানকে আহত অবস্থায় উদ্ধার করেন। এরপর রাউজানের পথেরহাট এলাকায় একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া সারাবাংলাকে বলেন, ‘প্রাথমিক তদন্তে জানা গেছে, হাসান বিগত সময়ে ক্ষমতাসীন একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিল। ওই দলটির অন্যান্য নেতাকর্মীদের মতো হাসানও গত ছয় মাস ধরে আত্মগোপনে ছিল। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে বাড়ি ফিরে আসার পর রাতে তাকে ডেকে নিয়ে বেধড়ক পেটানো হয়। এতে তার মৃত্যু হয়েছে।’

হত্যাকাণ্ডে কারা জড়িত, জানতে চাইলে ওসি বলেন, ‘হাসানের রাজনৈতিক প্রতিপক্ষ ছিল। তাদের সঙ্গে পূর্ব বিরোধ ছিল। সেটার জেরে হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করছি। আমরা তদন্ত করে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা করছি।’

স্থানীয়রা জানান, আওয়ামী লীগে হাসানের কোনো পদ-পদবি নেই। সক্রিয় কর্মী হিসেবে ছিলেন। রাউজানের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য বর্তমানে কারাবন্দি এবিএম ফজলে করিম চৌধুরীর অনুসারী সন্ত্রাসীদের সঙ্গে নিয়মিত থাকতেন। এ নিয়ে হাসানের বিরুদ্ধে নিজ এলাকায় অনেকের ক্ষোভ ছিল।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/ইআ

রাউজান

বিজ্ঞাপন

২২তম দিনে নতুন বই এলো ১৪৪টি
২২ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৪৫

আরো

সম্পর্কিত খবর