বিকেলে নির্বাচন কমিশনে যাচ্ছে গণঅধিকার পরিষদ
স্টাফ করেসপন্ডেন্ট
২০ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৪৮ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৪৪
২০ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৪৮ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৪৪
ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিসহ বিভিন্ন বিষয়ে জানতে নির্বাচন কমিশনে যাবে গণঅধিকার পরিষদ।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে যাওয়ার কথা রয়েছে রাজনৈতিক এ দলটির।
জানা গেছে, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধি দল কমিশনে যাবে। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার-সিইসি এ এম এম নাসির উদ্দিনসহ চার কমিশনার উপস্থিত থাকবেন।
এর আগেও, জাতীয় সংসদ নির্বাচনের ইস্যুতে গত রোববার ৯ ফ্রেব্রুয়ারি নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে বিএনপি, এরপর বৃহস্পতিবার ১৩ ফ্রেব্রুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং মঙ্গলবার ১৮ ফ্রেব্রুয়ারি বাম গণতান্ত্রিক জোট বৈঠক করে।
সারাবাংলা/এনএল/ইআ