Friday 21 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পটুয়াখালীতে ঐতিহ্যবাহী মহিষের লড়াই অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৪৯

পটুয়াখালীর ঐতিহ্যবাহী মহিষের লড়াই

পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মহিষের লড়াই অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল নয়টায় উপজেলার টিয়াখালী ইউনিয়নের দারোগা বাঁধ সংলগ্ন পশ্চিম বাদুরতলী গ্রামের বিলে এ লড়াই অনুষ্ঠিত হয়।

মহিষ লড়াইয়ে স্থানীয় সোহেল মিরার বলি মহিষ ও মো. হেলালের বলি মহিষ অংশগ্রহণ করেন। প্রায় ১০ মিনিটের লড়াইয়ে সোহেল মিরার মহিষ বিজয় লাভ করে। দীর্ঘদিন পর এমন লড়াইয়ের আয়োজন করায় দূর-দূরান্ত থেকে ওই বিলে ভীড় জমায় হাজার হাজার মানুষ। দুই মহিষের দুর্দান্ত লড়াই দেখে অনেকটা উচ্ছসিত দর্শকরা।

বিজ্ঞাপন

স্থানীয় সোহেল নামের একজন বলেন, ‘আমাদের এলাকায় প্রতিবছর মহিষের লড়াই অনুষ্ঠিত হতো কিন্তু এখন আর আগের মতো হয় না।’

লড়াই দেখতে আসা চাকামইয়ার আব্দুল কাদের বলেন, ‘গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখার জন্য আয়োজকদের ধন্যবাদ জানাই।’

সারাবাংলা/এনজে

পটুয়াখালী মহিষ লড়াই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর