Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একুশের চেতনা শক্তি যুগিয়েছিলো স্বাধীনতা সংগ্রামে: জিএম কাদের

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:০১ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৫৫

জাতীয় পার্টির চেয়াম্যান গোলাম মোহাম্মদ কাদের – (ফাইল ছবি)

ঢাকা: জাতীয় পার্টির চেয়াম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, একুশ মানে মাথা নত না করা। একুশ আমাদের সাহসী হতে অনুপ্রাণিত করে। সকল অন্যায়-অবিচার আর বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতে সাহস যোগায় অমর একুশে। একুশের অবিনাশী চেতনা শক্তি যুগিয়েছিলো আমাদের মহান স্বাধীনতা সংগ্রামে।

মহান জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রাক্কালে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) জাতির উদ্দেশে গণ মাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিবৃতিতে রাষ্ট্রভাষা আন্দোলনে বীর শহীদদের অম্লান স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে জিএম কাদের বলেন, মাতৃভাষার যথার্থ মর্যাদা ও স্বীকৃতির জন্য জীবন দেয়ার অহংকারের ইতিহাস শুধুই আমাদের। শোক, শ্রদ্ধা আর ভালোবাসায় অক্ষয় হয়ে আছে আমাদের মহান জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

বিজ্ঞাপন

বিবৃতিতে মহান একুশে উপলক্ষে দেশের প্রতিটি নাগরিক এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থানরত বাংলাভাষীদের শুভেচ্ছা জানিয়ে তিনি আরও বলেন, বাহান্ন’র রাষ্ট্রভাষা আন্দোলনের পর দীর্ঘ ৩৫ বছর পর্যন্ত কেউই সর্বস্তরে বাংলাভাষা প্রচলনের উদ্যোগ নেয়নি। আমাদের প্রিয় নেতা প্রয়াত রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ সর্বপ্রথম ১৯৮৭ সালের ৮ মার্চ আইন করে সর্বস্তরে বাংলাভাষা প্রচলনের উদ্যোগ নেন। এ কারণে প্রয়াত নেতার প্রতিও অতল শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি।

সারাবাংলা/এএইচএইচ/আরএস

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের জাতীয় শহীদ দিবস ও আন্তর্জতিক মাতৃভাষা দিবস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর