Sunday 23 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরায় ভূমিদস্যু-মামলাবাজদের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:০৫

সাতক্ষীরায় ভূমিদস্যু-মামলাবাজদের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল। ছবি: সারাবাংলা

সাতক্ষীরা: সাতক্ষীরার তালায় ভূমিদস্যু ও মামলা বাজদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির যৌথ উদ্যেগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১২ টায় তালা উপজেলা পরিষদের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, সাতক্ষীরার তালায় উপজেলার জাতীয় পার্টির সভাপতি, ভূমি দস্যু, মামলাবাজ ও প্রায় শতাধিক মামলার আসামি এস এম নজরুল ইসলাম ও তার দোসর আব্দুল জলিলের বিরুদ্ধে দীর্ঘ ১৬ বছর ফ্যাস্টিস্ট শেখ হাসিনার শাসন আমলে উপজেলায় যেসব সরকারি খাস জমি দখল, লুটপাট, হামলা-মামলা দিয়ে সাধারণ মানুষের ওপর নির্যাতন চালিয়েছে তাদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়।

তালা উপজেলা নাগরিক কমিটির সভাপতি এম এ হাকিমের সভাপতিত্বে ও উপজেলা যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, তালা প্রেসক্লাবের নব নির্বাচিত সাধারণ সম্পাদক জোয়ার্দ্দার ফারুক হোসেন, জেলা ছাত্র শিবিরের সাবেক শিক্ষা ও সাহিত্য সম্পাদক মো. আনোয়ার হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের, উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম, মো. সহিদুল ইসলাম, তালা সরকারী কলেজ ছাত্র দলের সভাপতি রিপন ইসলামসহ আরও অনেকে।

পরে একটি বিক্ষোভ মিছিল উপশহরের প্রধান প্রধান সড়ক পরিদর্শন করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্বারক লিপি প্রদান করা হয়।

সারাবাংলা/এমপি

দুর্নীতি বিক্ষোভ মিছিল মানববন্ধন

বিজ্ঞাপন

ঢাকার পথে কুয়েটের শিক্ষার্থীরা
২৩ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:৫০

আরো

সম্পর্কিত খবর