Saturday 22 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু, আটক স্বামী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:০৯

আটক স্বামী আশরাফুল ইসলাম সোহাগ

সিরাজগঞ্জ: স্বামীর ছুরিকাঘাতে সিরাজগঞ্জের শাহজাদপুরে রুমানা খাতুন (২১) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্বামীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কায়েমপুর ইউনিয়নের ব্রজবালা মুরুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রুমানা খাতুন উল্লাপাড়ার উপজেলার সোনতলা গ্রামের মোতাহার হোসেনের মেয়ে ও আটক স্বামী আশরাফুল ইসলাম সোহাগের স্ত্রী।

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম আলী জানান, বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছিল না। পারিবারিক কলহের জেরে বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকালে উভয়ের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে স্বামী সোহাগ ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে আঘাত করেন। এতে ঘটনাস্থলে স্ত্রীর মৃত্যু হয়।

ওসি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। একই সঙ্গে স্বামীকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানিয়েছেন।

সারাবাংলা/এনজে

মৃত্যু সিরাজগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর