অপারেশন ডেভিল হান্ট: সুনামগঞ্জে আওয়ামী লীগের ১১ নেতা গ্রেফতার
২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৪৯ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:০৪
সুনামগঞ্জ: সুনামগঞ্জে অপারেশন ডেভিল হান্টে আওয়ামী লীগের ১১ নেতাকে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন— পাথারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুর আলম (৪২), সুনামগঞ্জ পৌর সভার সাবেক ওয়ার্ড কাউন্সিলর মো. কাওছার (৩৩), রঙ্গারচর ইউনিয়ন যুবলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তাজউদ্দিন (৪৫), রঙ্গারচর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মনির হোসেন (৩৫), কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুন মিয়া (৪২), দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য বাবুল মিয়া (৪০) দোয়ারাবাজার উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লা আল মামুন (২৮), সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক তাশরীফ হোসেন (২৪), নোয়ারাই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামশেদ আলী (৫০), বালিজুরী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ইসমাইল হোসেন (৬০) ও মধ্যনগর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান সোহাগ (৩৭)।
সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম, ‘গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেফতারে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।’
সারাবাংলা/এসআর
অপারেশন ডেভিল হান্ট আওয়ামী লীগের ১১ নেতা গ্রেফতার গ্রেফতার সারাবাংলা সুনামগঞ্জ