Sunday 23 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় দুর্বৃত্তদের হামলায় যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৩৮ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:০৪

আল আমিনের মরদেহ

খুলনা: খুলনায় দুর্বৃত্তদের হামলায় আল আমিন (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে মহানগরীর সোনাডাঙ্গা ২২তলা ডেল্টা ভবনের সামনে এ ঘটনা ঘটে।

নিহত আল আমিন বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার হিজলা গ্রামের আইয়ুব আলী শেখের ছেলে। তিনি একটি বেসরকারি মোবাইল ফোন অপারেটরে সেলসম্যান হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, সকালে মোটরসাইকেল চালিয়ে আল আমিন কর্মস্থলে যাচ্ছিলেন। পেছন থেকে দুটি মোটরসাইকেলে আসা চার ব্যক্তি তাকে পেছন থেকে অস্ত্র দিয়ে আঘাত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সারাবাংলা/এইচআই

খুলনা্ দুর্বৃত্তদের হামলায় যুবক নিহত যুবক নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর