ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিসহ বিভিন্ন বিষয়ে জানতে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করছে গণঅধিকার পরিষদ।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৩টার পর নির্বাচন কমিশনের সঙ্গে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে বৈঠকটি শুরু হয়।
এর আগে, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের নেতৃত্বে ৭ সদস্যের একটি প্রতিনিধি দল কমিশনে আসে। এ বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার-সিইসি এ এম এম নাসির উদ্দিনসহ চার কমিশনার উপস্থিত রয়েছেন।
এর আগেও, জাতীয় সংসদ নির্বাচনের ইস্যুতে গত রোববার ৯ ফ্রেব্রুয়ারি নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে বিএনপি, এরপর বৃহস্পতিবার ১৩ ফ্রেব্রুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং মঙ্গলবার ১৮ ফ্রেব্রুয়ারি বাম গণতান্ত্রিক জোট বৈঠক করে।
নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে গণঅধিকার পরিষদ
স্টাফ করেসপন্ডেন্ট
২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৩৯ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:১৭
২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৩৯ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:১৭
সারাবাংলা/এনএল/ইআ