Sunday 23 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিখোঁজের ২২ দিন পর অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৫২ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:০০

২২ দিন পর উদ্ধার করা হলো অটোচালকের মরদেহ। ছবি: সারাবাংলা

বরিশাল: নিখোঁজের ২২ দিন পর ঝালকাঠির নলছিটিতে মিজান হাওলাদার (২৮) নামে এক অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মগড় ইউনিয়নের রায়াপুর বটতলা এলাকায় থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মিজান হাওলাদার ওই এলাকার আব্দুল সালাম হাওলাদারের ছেলে।

অটোরিকশার মালিক সৈয়দ আবুল কালাম জানান, মিজান আমার গাড়ি ভাড়ায় চালাত। গত ২৯ জানুয়ারি বিকেলে গাড়ি নিয়ে বের হলে রাতে আর বাড়িতে ফেরেননি। আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। আজকে দুপুরে একজন ঘাস কাটতে বটতলা এলাকায় গেলে তার মরদেহ দেখতে পান। পরে স্থানীয় লোকজন এসে তার পরনের জামা-কাপড় দেখে শনাক্ত করে।

নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) আশরাফ আলী জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এমপি

পুলিশ বরিশাল মরদের

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর